স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জেলার লাকসামে সন্ত্রাসীদের হাতে হামলার শিকার হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে পৌরসভার রাজঘাটের বাসিন্দা আবুতাহের এর পুত্র সামিয়া ভেরাইটি স্টোর এর মালিক, যুবলীগ কর্মী রুবেল হোসন (২৮)। গত ৪জুলাই সন্ধ্যায় ৭টার দিকে পশ্চিম গাও শাহা পাড়া মামুনের বাসার সামনে রুবেলকে গতি রোধ করে অতর্কিত রড় ও হকি স্টিক দিয়ে হামলা চালায় অনিক সাহা, সজিব সাহা, অতুল সাহা ও সুমনের নেত্বিতে ১০/১২জনের সন্ত্রাসী বাহিনী। হামলায় রুবেলের একটি চোখ নষ্ট, মুত্রথলির ছিদ্র ও বুকের হার্ড় ক্ষতিগ্রস্থ হয়। লাকসাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে তাকে কুমিল্লা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অবস্থা বেগতিক হলে ঢাকায় প্রেরণ করা হয় রুবেলকে। রাজধানীর প্রো একটিভ হাসপাতালে চিকিৎসাদিন। তার অবস্থা আশংকা জনক। উল্লেখ্য পশ্চিম গাও শাহা পাড়ায় সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত হয় ব্যবসায়ি জাকির হোসেন। ঠিক একই স্থানেে ৪জুলাই রুবেলের উপর নৃশংস হামলা হলো। মুল হোতা বাসু শাহার পুত্র অনিক শাহা ইতিপূর্বে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার হয়েছিল। জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধ মুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।