1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রতিবন্ধী পরিবারের বসতভিটা দখলে মরিয়া প্রভাবশালী চক্র! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব

শরণখোলায় প্রতিবন্ধী পরিবারের বসতভিটা দখলে মরিয়া প্রভাবশালী চক্র!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৪৯৮ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় প্রতিবন্ধী পরিবারের বসতভিটা দখলের জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এমনকি প্রতিবন্ধী পরিবারটির বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ উত্থাপন করে অহেতুক হয়রানি করে চালাচ্ছেন। বর্তমানে প্রভাবশালী চক্রের হুমকি-ধামকি সহ মারপিটের ভয়ে তিন মাস ধরে গৃহবন্দী অবস্থায় আছেন প্রতিবন্ধী পরিবারের সদস্যরা।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পুর্ব খোন্তাকাটা গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের ছেলে প্রভাবশালী মোঃ আবুল বাশার ফকির ও তার শ্যালক উপজেলার রাজৈর এলাকার বাসিন্দা মোঃ শাহআলম মোল্লা, মোঃ মোশারফ হোসেন মোল্লা ও মোঃ কামাল হোসেন মোল্লার ইন্ধনে একই এলাকার বাসিন্দা শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধ মোঃ আবুল কালাম ফকির ও তার পরিবারের সদস্যদের এলাকা থেকে তাড়ানো সহ একমাত্র সম্বল মাথাগোঁজার ঠাঁই বসতভিটার প্রায় ৮শতক সম্পত্তি দখল করতে নানামুখী ষড়যন্ত্র অব্যহত রেখেছেন। নির্যাতনের শিকার প্রতিবন্ধী আবুল কালাম (৬৫) ও তার স্ত্রী রাহিমা বেগম (৪২) বলেন, আবুল বাশার তার পরিবারবর্গ নিয়ে দীর্ঘ বছর ঢাকায় চাকুরী করে বহু টাকার মালিক হয়েছেন। সম্প্রতি তারা বাড়ীতে আসলে স্ত্রী নুরজাহান বেগমের ভাই উপজেলার রাজৈর এলাকার বাসিন্দা শাহআলম মোল্লা, মোশারফ হোসেন মোল্লা ও কামাল হোসেন মোল্লার ইন্ধনে আমাদের উপর নানা ধরনের নির্যাতন শুরু করেন। এমনকি আমাদের বসতভিটার সম্পত্তি টুকু দখলের জন্য আমাদের ১০বছর বয়সী ছেলেকেও তাদের দ্বায়েরকৃত অভিযোগে আসামী করেছেন। ইতিমধ্যে আমাদের নামে মিথ্যা অভিযোগ রটিয়ে আবুল বাশার এবং তার ছেলে মিলন ফকির ইউনিয়ন পরিষদ সহ মানবাধিকার সংগঠনে ২টি অভিযোগ দিয়েছেন। আমরা অসুস্থ হয়েও চেয়ারম্যান মহিউদ্দিন খাঁনের কাছে গেলে তিনি আমাদের দেখে তাদেও বলেন, এই অসহায়দের আর কোন দিন অযথা হয়রানি করবা না। কিন্তু তার ৩/৪দিন পর বাশারের ছেলে মিলন ফকির উপজেলার একটা মানবাধিকার সংগঠনে আমাদের বিরুদ্ধে নুতন করে অভিযোগ করেন। সেখান থেকে একটা নোটিশ পাঠায় এবং নোটিশ নিয়ে আসা লোকটি আমাদের ধার্য্যকৃত তারিখের দিন ঠিক টাইমে অফিসে হাজির হতে বলেন। তা না হলে আপনাদের অনেক ক্ষতি হবে। পরে আমরা সবাই সেখানে যাই। ওই সময় মিলন এবং তার মা নুরজাহান বলেন, আমরা ওদের জমি দখল করে খাই এবং মদ-গাঁজা সহ ইয়াবার ব্যবসা করি। এছাড়া ২৯ জুলাই বিকালে মানবাধিকার কর্মী পরিচয়ে একজন মহিলা সহ দুইজন পুরুষ আমাদের বাড়িতে আসেন। ওই সময় তারা আমাদের ঘরে ঢুকে বিভিন্ন ছবি তোলেন। পরবর্তীতে সাদা কাগজে একটি স্বাক্ষর নিয়ে চলে যায়। বাশার ও তার নিকট আত্মীয়দের ভয়ে আমরা প্রায় তিন মাস ধরে এক রকম গৃহবন্ধী অবস্থায় আছি। ওদের ভয়ে ছেলেটাকে ঠিকমতো মাদ্রাসায় পাঠাতে পারি না। অধিকাংশ সময়ে অন্যের বাড়িতে রাত কাটাই। বাশারের শ্যালক শাহ আলম মোল্লা আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেছেন হাটে বাজারে কিংবা বাড়ির বাহিরে বের হলে মেরে হাত পা গুড়িয়ে দিবেন। শাহ আলমের হাতে এই গ্রামের একাধিক ব্যক্তি বিগত দিনে লাঞ্চিত হয়েছেন কিন্তু কেউ কোন বিচার পায়নি। বাশারের বড় ছেলে রাসেল ফকির ২৮ জুলাই (মঙ্গলবার) দুপুরে ঢাকা থেকে আমাদের মোবাইলে ফোন করে বলেন, ঈদে আমি বাড়িতে আসলে তোদের যদি বাড়িতে দেখি তাহলে তোদের সকলের মাথা কেটে নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে, স্থানীয় বাসিন্দা আঃ হাকিম ফরাজী, আবু সাইয়েদ ফরাজী, আঃ ছালাম হাওলাদার, শহিদ হোসেন খাঁন, আলমগীর ফরাজী, ছিদ্দিক ফরাজী, মিজান ফরাজী, রিপন মিয়া, জাহাঙ্গীর ফরাজী, নয়ন ফরাজী, মিজান কবিরাজ, আল আমিন হাওলাদার, সোহাগ ফরাজী, হালিম মোল্লা ও সবুজ ফরাজী সহ ওই গ্রামের অনেকে বলেন, আবুল বাশার ও তার ছেলেরা খারাপ লোক উপজেলার রাজৈর এলাকায় তাদের কয়েকজন আত্মীয় আছে তাদের শেল্টারে বাশার ও তার পরিবারের সদস্যরা প্রতিবন্ধী আবুল কালামের বসত বাড়ির জমি টুকু দখলের জন্য নানা মিথ্যা অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াতে আদা জল খেয়ে মাঠে নেমেছে। বিষয়টি প্রশাসনিক ভাবে তদন্ত করে প্রতারক বাশার সহ তার ইন্ধন দাতাদের বিরুদ্ধে কঠোর শাস্তির আওতায় আনা উচিত। যাতে ভবিষ্যতে এই এলাকার কোন নিরীহ মানুষকে ওই চক্রের হাতে হয়রানী হতে না হয়।
অপরদিকে, খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খাঁন মহিউদ্দিন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নছির উদ্দিন বলেন, প্রতিবন্ধী আবুল কালাম একজন অসহায় মানুষ তাকে সহ তার পরিবারকে কোন চক্র হয়রানী করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
সকল বিষয়ে জানতে চাইলে আবুল বাশারের ছেলে মিলন ফকির মুঠোফোনে বলেন, বিষয়টি মানবাধিকারের লোকজন দেখতেছেন। আপনারা (সাংবাদিকরা) কিছু জানতে চাইলে আমার সাথে দেখা করবেন।
তবে, মানবাধিকার কমিশনের শরনখোলা উপজেলা (শাখার) সভাপতি মাওলানা মোতাসিম বিল্লাহ মাশুক বলেন, আমার সংগঠন আর্ন্তজাতিক মানের সকল বিষয়ে শালিস বিচার করার অধিকার আমাদের আছে। যার প্রয়োজনীয় কাগজ পত্র প্রশাসনের সকল দপ্তরে দেওয়া আছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, প্রতিবন্ধীর জমি দখল চেষ্টার বিষয়টি আমার জানা নেই। তবে, মানবাধিকারের নামে শালিস বিচারের বৈধতা কারো নেই। এটা সম্পুর্ন আইন বহিঃর্ভুত কাজ। মানবাধিকারের নাম ভাঙ্গিয়ে কোন ব্যক্তি বা চক্র সাধারন মানুষকে হয়রানী কিবা বø্যাকমেইল করে অর্থ হাতিয়ে থাকলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম