সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২ টার দিকে শিবপুর থানার গাবতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি ইটাখোলা হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হায়দার তালুকদার জানান, মোটরসাইকেলের দুই আরোহী নরসিংদী থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে অন্য একটি যানবাহনকে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুই মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। নিহত ২ জনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।