হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
শেরপুরের এনএসআই সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার দুপুরে ছদ্যভেসে ক্রেতা সেজে নকলা বাজারের মেসার্স আজহার স্টোর থেকে ৩ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ক্রয় করে।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা তারিনের নেতৃত্বে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে পরিচালিত মোবাইল কোর্ট অবৈধ কারেন্ট জাল বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা ও উদ্ধারকৃত জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম ও এনএসআই এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।