অশোক দাশ, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি:
“মুজিববর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগান কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনায় মু্ক্তিযুদ্ধ মঞ্চ, সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে পৌরসদরের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষুধীসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ সহ উপজেলাস্থ মু্ক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দদের কাছে গাছের চারা বিতরন করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা মু্ক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি জ্যোতির্ময় দেব রুপন, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ কাঞ্চন, সহ-সভাপতি সম্রাট চৌধুরী, যু্গ্ন সাধারন সম্পাদক নাজমুল হোসেন আসিফ,যুগ্ন সাধারন সম্পাদক শ্রীধাম দাশ,যুগ্ন সাধারন সম্পাদক তানভীর হোসেন শৈশব,সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, জাবাল হোসেন নিশান,আব্দুল মোমিন সুমন,শিক্ষা ও পাঠ চক্র সম্পাদক বদরুল হাসান,উপ-দপ্তর সম্পাদক তারিফ খান প্রমুখ।