শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সামাজিক দূরত্ব বজায় রেখে সাফল্যের এক যুগ পূর্তি করেছে সোনারগাঁয়ের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁ আইডিয়াল কলেজ। নানা চড়াই উৎরাই পেরিয়ে কলেজের এমন সাফল্যে উজ্জীবীত শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকরা। প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফলের রেকর্ড গড়ে অাসছে সোনারগাঁ আইডিয়াল কলেজ।
যুগপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য অানন্দ র্যলী বের করা হয়। র্যালীটি এশিয়ান হাইওয়ে থেকে ঘুরে ফের কলেজে গিয়ে শেষ হয়।
র্যালির পর কলেজ প্রাঙ্গনে রক্তদান কার্যক্রম ও আলোচনা সভার অায়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া, বক্তব্য রাখেন জনাব ইন্জিনিয়ার আবদুন নূর, আশরাফুল ইসলাম, ইসরাইল, রফিকুল ইসলাম সহ কলেজের প্রভাষক গণ।
এ সময় কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আনন্দের কান্নায় ভেঙে পড়েন। কলেজ প্রতিষ্ঠায় নানা অভিজ্ঞতার কথা স্মরণ করেন। কলেজকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চান।