রাশেদ মুহাম্মদ জিয়া:
মহান আল্লাহ তায়ালা পৃথিবীর সূচনালগ্ন থেকে মানবজাতির হেদায়তের উদ্দেশ্যে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন। আমাদের প্রিয় নবীজির ﷺ বিদায়ের মাধ্যমে রিসালাতের এ ধারাবাহিকতার সমাপ্তি ঘটেছে। আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান ইসলামের আমানত প্রিয় নবীজি ﷺ তাঁর উম্মতের সত্যবাদী আলিমগণের কাঁধে ন্যস্ত করেছেন। কারণ আলিমগণই নবীগনের পক্ষ থেকে এ দ্বীনের নির্ভরযোগ্য ধারক বাহক।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, “তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দান করা হয়েছে আল্লাহ তাদেরকে সমুন্নত মর্যাদা দান করবেন। আর তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে যথেষ্ট জ্ঞাত।” (আল-মুজাদালাহ, ১১)
প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামি শিক্ষার সূচনার ইতিহাস অনেক পুরানো, বিশেষ করে দারুল উলুম দেওবন্দের ধারাবাহিকতায় এদেশে ইলমে দ্বীনের প্রারম্ভিকতা ঘটেছে প্রায় একশত বিশ বছর পূর্বে, তবে তা পুরুষদের জন্য বিশেষায়িত ছিলো। আমাদের দেশের নারীদের জন্য প্রকৃত ইলমে দ্বীনের কোন বিশেষ প্রতিষ্ঠানের অস্তিত্ব ছিলনা। ফলে এ দেশের অগনিত মুসলিম পরিবারে নারীদের শৈশব বেড়ে উঠেছে ইলমে দ্বীনের অনুপস্থিতে। এ প্রেক্ষাপটে ৭০র দশকে এ শূন্যতা পূরণে সংস্কারকের ভূমিকায় এগিয়ে এসেছিলেন এদেশের ক্ষনজন্মা আলিম আল্লামা শায়খ আব্দুল মালেক হালিম। বাংলাদেশে প্রকৃত ইসলামি নারী শিক্ষার গোড়াপত্তনে তিনি ‘মুজাদ্দিদের’ (সংস্কারক) ভূমিকা পালন করেছিলেন।
সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের সংরক্ষণের নিয়তে আমি অধম শায়খের জীবনীর উপর সংক্ষিপ্ত একটি আলোকপাত করার প্রয়াস পাবো।
জীবনের দীর্ঘ একটি সময় হযরতের পাশে থেকে তাঁর জীবনের বহু ঐতিহাসিক স্মৃতি সম্পর্কে জানার সুযোগ হয়েছে। তাই এ সংক্ষিপ্ত জীবনীতে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ দিক এবং দ্বীনের তরে তাঁর অবদানের মৌলিক ঘটনাপ্রবাহ তুলে আনার চেষ্টা করবো। বাংলাদেশের বহু প্রসিদ্ধ আলিম ও বিখ্যাত কয়েকজন ইসলামি রাজনীতিবিদের মুখনিঃসৃত বর্ণনা এবং ইতিহাসের কিছু নির্ভরযোগ্য গ্রন্হকে সামনে রেখেই এ লেখাটির অবতারণা করা হয়েছে।
জন্ম :
আল্লামা শায়খ আব্দুল মালেক হালিম ( হাফিজাহুল্লাহ )। তিনি চট্টগ্রামস্থ বাঁশখালী থানার অন্তর্গত পুকুরিয়া ইউনিয়নে ১৯৪১ সালের মার্চ মাসের ২১ তারিখ, রোজ জুমাবার এক সম্ভ্রান্ত আলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। হযরতের পারিবারিক নসবীয় সিলসিলা তথা বংশধারা মিলিত হয়েছে পবিত্র মদীনা নগরীর প্রখ্যাত আনসারী সাহাবী হযরত আবু আইয়ূব আল আনসারী (রাজি.) এর বংশের সাথে।
পিতা :
তাঁর সম্মানিত পিতার নাম আল্লামা আব্দুল হক্ব (রহ.)। যিনি সমগ্র বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয় ভারতের দারুল উলূম দেওবন্দ থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন আলিম ছিলেন। তিনি তৎকালীন বাংলাদেশের একজন দক্ষ, প্রতিভাধর আলিম ও প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন ছিলেন।
শিক্ষাজীবন :
তাঁর প্রথমিক শিক্ষার সূচনা ঘটে নিজ পিতা আল্লামা আব্দুল হক্ব (রহ.)র হাতে, এটাই তাঁর পারিবারিক শিক্ষার প্রথম ধাপ। পিতা একজন দ্বীনপ্রিয় আলিম হওয়ায় তাঁর মধ্যেও শৈশবেই দ্বীনি ইলমের প্রতি আগ্রহ তৈরী হয়। এই আগ্রহের পরিপ্রেক্ষিতে তাঁর পিতা তাঁকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দ্বীনি বিদ্যানিকেতন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। অত্যন্ত মেধা ও কৃতিত্বের সাথে তিনি ঐতিহ্যবাহী বিখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া পটিয়ায় তিনি শিক্ষাজীবনের সুদীর্ঘ ১২ বছর অতিবাহিত করেছেন। হযরতের প্রতিভা ও প্রখর মেধার কারনে নিজ উস্তাদগণের কাছে অত্যন্ত প্রিয় ছাত্র হয়ে উঠেন। বিশেষ করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সুপরিচিত আলিম, অলিকুল শিরোমণি, পটিয়া মাদ্রাসার বানীয়ে মুহতামিম মুফতী আজিজুল হক্ব রহ. এর (রুহানি তাওয়াযযুহ) সুদৃষ্টি পেয়ে ইলমে নববীর অমীয় সুধা তিনি পান করার সৌভাগ্য লাভ করেছেন। জামেয়া পটিয়ার ইতিহাসের আলোকিত সর্বকালের সেরা তালিবে ইলমদের মধ্যে একজন আল্লামা আব্দুল মালেক হালিম ।
তাঁর সম্মানিত উস্তাদগনের মধ্যে প্রসিদ্ধ হচ্ছেন :
১. খতীবে আজম অাল্লামা সিদ্দিক আহমদ রহ.
২. হযরত মুফতি আজিজুল হক্ব রহ.
৩. আল্লামা আবুল বারাকাত ফজলুল্লাহ রহ.
৪. হযরত ইমাম সাহেব হুজুর রহ.
৫. হযরত মীর সাহেব হুজুর রহ.
৬. হযরত হাজী ইউনুস রহ.
৭. আল্লামা ইসহাক আল-গাজী রহ.
৮. হযরত আলি আহমদ বোয়ালবী রহ.
৯. হযরত ইবরাহীম সাহেব রহ.
১০. আল্লামা নুরুল ইসলাম ক্বাদীম রহ.
১১. আল্লামা আনোয়ারুল আজিম রহ.
১২. আল্লামা নুরুল ইসলাম জাদীদ রহ.
কর্মজীবন :
তিনি শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। মুফতি আজিজুল হক রহ.র দিক নির্দেশনায় চট্টগ্রামের প্রসিদ্ধ কওমী মাদ্রাসা দোহাজারী মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। সেখানে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতার কাজ আঞ্জাম দেন। এ মাদ্রাসায় তাঁর নিকট হতে শিষ্যত্ব গ্রহণ করেছেন এমন বহু আলিম পরবর্তীতে দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনি খেদমতে নিয়োজিত হন। দোহাজারী মাদ্রাসায় শিক্ষকতার পাঠ চুকিয়ে তাঁর মহান শিক্ষকদের পরামর্শে মনের বাসনা অনুযায়ী তিনি ইসলামী শিক্ষাপ্রচারে ব্রতী হন। প্রায় অর্ধশতাব্দী বছর পূর্বে তখনকারের প্রত্যন্ত জনবসতি চট্টগ্রামের দক্ষিণাংশের আনোয়ারাস্থ, হাইলধর গ্রামে ধর্মীয় চেতনা, ইসলামী শিক্ষার বিস্তার, বিশেষ করে প্রকৃত ও ইসলামসম্মত নারীশিক্ষার গোড়াপত্তন করার নিমিত্তে তিনি কঠিন পরিশ্রমের বিনিময় ও অক্লান্ত সাধনার মাধ্যমে প্রতিষ্ঠা করেন জামেয়া আরাবীয়া বালক-বালিকা হাইলধর, আনোয়ারা, চট্টগ্রাম।
মহিলা মাদ্রাসা প্রবর্তনের সংগ্রাম :
রাসুল (ﷺ) এর হাদিস, “জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ফরজ”। এই হাদীসের দ্বারা সুদৃঢ়ভাবে প্রতীয়মান হয় যে, ইলম (শিক্ষা) শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্যও ফরজ। যার ফলে নববী যুগ থেকে ইতিহাসের বিভিন্ন সময়ে তৈরী হয়েছে অসংখ্য মুহাদ্দিসা, ফকিহা। যারা উম্মতের নারীদের মাঝে ইলমে দ্বীনের প্রচার ও প্রসার ঘটিয়েছেন।