1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে মানবেতর জীবন যাপন করছে জেলে দম্পতি! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতে ইসলামী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দুস্থদের মাঝে গৃহ হস্তান্তর ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ ২০২৪-২০২৫ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন মাগুরায় ‘মানব উন্নয়ন সংসদে’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন ঢাকা মহানগর (উত্তর) সাইবার ইউজার দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাট্য র‍্যালি গোদাগাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটন

ঈদগাঁহতে মানবেতর জীবন যাপন করছে জেলে দম্পতি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৩৯ বার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সদরের চৌফলদন্ডী ২নং ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকার মৃত মছন আলীর ছেলে রবিউল আলম একজন তালিকাভুক্ত জেলে।

তার পেশা সাগরে ফিশিং ট্রলার দিয়ে মাছ শিকার করে সংসার চালানো। বিয়ের পর সংসারে জন্ম নেয় ৬ সন্তান।

পৈত্রিক সম্পত্তি বলতে কিছু নেই, যা পেয়েছিল তা অপ্রতুল। সংসার বাড়তে থাকায় সিদ্ধান্ত নেয় অন্যত্রে গিয়ে বাসা বেধে বসবাস করবে৷

বছর খানেক আগে স্থানীয় এক ব্যক্তি মারফত খবর পেয়ে জমি কিনতে আসে ঈদগাঁহ ৭নং ওয়ার্ড উত্তর দরগাহ পাড়া বাম বাগাম নামক এলাকায়।

অক্ষরজ্ঞানহীন ব্যক্তি রবিউল আলম জানে না রিজার্ভ জমি কি, ঘর করলে কি হবে?
অল্প টাকায় জমি পেয়ে দর করে তা স্ট্যাম্পে মুলে ক্রয় করে নেন মুহূর্তে।

স্থানীয় ইসমত আরা নামের এক নারী থেকে ১৪ কড়া জমি কিনে ৮৪ হাজার টাকা দিয়ে।
সেই টাকাও বিভিন্ন আত্মীয় স্বজন থেকে ধার করা।

পরে এনজিও থেকে ঋণ নিয়ে পলিথিন দিয়ে গড়ে তুলেন ছোট্ট একটি কুঁড়ে ঘর। বড় পরিসরে করতে গেলে আসে বন বিভাগের বাঁধা।

এক বছর আগে ঈদগাঁহ ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তাকে প্রথমবার দেড় হাজার, ২য় বার ১ হাজার টাকা দিয়ে কোন মতে মাথা গোঁজার ঠাঁই হিসেবে একটি ঘর তৈরি করে রবিউল আলম।

ইত্যবসরে লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় নেতা নামধারী কথিত দুই বেকার যুবকের।
তারা বিভিন্ন ভাবে অসহায় জেলে রবিউল আলমের কাছে মোটা অংকের টাকা দাবী করে আসছিল।
দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা বিভিন্ন অপকর্মে জড়িত হাফিজুর রহমানকে ভুল তথ্য দিয়ে রবিউল আলমের কুঁড়ে ঘরটি ভাঙার পরামর্শ দেয়।

দালাল চক্রের কথামত গত ১৪ জুলাই সকালে দলবল নিয়ে রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে বনকর্মীরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে বসত ঘরটি ভেঙে দেয়৷

এসময় আশেপাশের নারীদের বসত ঘরে গিয়ে দা, খস্তে না পেয়ে অকাথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানান ৪/৫ জন গৃহিনী৷

৫ ঘন্টা ব্যাপী তান্ডব লীলা চালিয়ে কেটে পেলেছে ২ শতাধিক ফলজী ও বিভিন্ন প্রজাতির গাছ এবং চারা।

অভিযোগ উঠেছে, কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ঈদগাঁহ ভোমরিয়া ঘোনা রেঞ্জ কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান যোগদানের পর একের পর এক অনিয়ম, দুর্নীতি, ঘুষ বানিজ্য, নারী কেলেঙ্কারি, চাঁদাবাজিসহ হরেক রকমের অপরাধ করে আসছে৷

বিনা কারণে মামলা দিয়ে শিশুদের জেলে পাঠাচ্ছে, কথায় কথায় বন মামলা দিয়ে হয়রানি, মারধর করে আসছে।
তার মারধর থেকে রেহায় পায়নি স্বয়ং তার অফিসের একজন স্টাফ।

গত ১৬ জুলাই কোন কারণ ছাড়াই অফিসের এক স্টাফকে মেরে হাত ভেঙে দিয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছে রেঞ্জের আওতাধীন পাহাড়ী জনপদের লোকজন ও অফিসের স্টাফরা৷

এদিকে ঈদগাঁহ দরগাহ পাড়া বাম বাগান এলাকার দরিদ্র জেলে রবিউল আলমের মাথা গোঁজার কুঁড়ে ঘরটি ভেঙে দেওয়ায় তারা এখন অন্যের ঘরে মানবেতর জীবন পার করছে।
৮ মাস বয়সী শিশু সন্তানও মাদ্রাসায় পড়ুয়া এক মেয়ে এবং ৩ ছেলের লেখাপড়া নিয়েও অনিশ্চয়তায় দিন পার করছে। বর্ষার অতি বৃষ্টিতে তাদের বই খাতাও ভিজে যাচ্ছে।

সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন কোনকিছু বুঝে উঠার আগে উপর্যপুরী হামলা চালিয়ে ভাংচুর চালায় ঘরে৷

এসময় পার্শ্ববর্তী বসতঘর গুলোর গৃহস্থদের কাছ থেকে ঘর ভাঙার সরঞ্জাম চেয়ে না পেয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে নারীদের। পাশাপাশি মাতল অবস্থার মত করে সামনে যা দেখেছে তা কেটে পেলছে, ভাংচুর করেছে রেঞ্জ কর্মকর্তা।

জানতে চাইলে হতভাগা রবিউল আলম বলেন, অতি বৃষ্টিতে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। ছেলে সন্তান নিয়ে কোথায় যাব কুল পাচ্ছি না৷ আমার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঈদগাঁহ ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল কবির প্রকাশ গম ভাই জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে ভূমিহীনদের আশ্রয় দিচ্ছে সেখানে বন বিভাগ তাদের ঘরবাড়ি কিভাবে ভেঙে দিতে পারে? সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচী চললেও এ রেঞ্জ কর্মকর্তা বৃক্ষ নিধন করে পরিবেশের ক্ষতিসাধন করে আসছে।
এই দুর্নীতিবাজ বন কর্মকর্তার অপসারণও দাবী করেন তিনি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
তিনি এ ঘটনায় মর্মাহত ও ক্ষোভ প্রকাশ করেন।

এসব বিষয়ে জানতে ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমানের দু’টি নং (০১৮৯০১০০১৭৫,০১৮১৯১৭০৪২৩) এ কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
অপর একটিতে কল ঢুকলেও রিসিভ করেনি৷

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিন্দার ঝড় উঠেছে সর্বমহল থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এ বন কর্মকর্তা শাস্তি দাবী করেছেন।

উল্লেখ্য, ২০০৭-৮ সনের সামাজিক বনায়নের প্লট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উচ্চ দামে ক্রয় বিক্রয় করে আসছে স্থানীয় কিছু বন খেকো। আবার টাকা নিয়ে ঘর করারও সহযোগিতা করে আসছে বন বিভাগের লোকজন।

নাম প্রকাশের অনিচ্ছুক বন বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা জানান, রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমানের এসব কারণে বন বিভাগের লোকজন বিব্রত ও লজ্জিত। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে যে ঘরটি ভাঙা হয়েছে এটি বন বিভাগের রিজার্ভ জমি বলে দাবী করেন এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম