হাসিনা ইসলাম সীমা:
পদ্ম পুকুর মধ্য দুপুর
শ্যামা মেয়ের বাজে নূপুর
নদীর জলে আজলা ভরে
পানির তিয়াস মিটতো ওরে।
অলস দুপুর গাঙের পাড়ে
দিতাম পাড়ি ভেলায় চড়ে
হাস্নাহেনা আর মাধবীলতা
কুঁড়িয়েছি বনের বাহারী পাতা।
খড়ের গাদায় লুকোচুরি
আনন্দে যেন মরি মরি
কই গেল সেই ছেলেবেলা
হারিয়ে গেল বউচি খেলা !
শাপলা শালুক কলমীলতা
কচুরীপানা আর পদ্মপাতা
বাঁশের সাঁকো গাছের ভেলা
হায়রে আমার উদাস ছোট্টবেলা !
কলিম মাঝির গানের টানে
লগি মারতো ঝড় তুফানে
মন পবনের বৈঠা বেয়ে
হারিয়ে যেত প্রেমের ধ্যানে !
সাঁঝের বেলা ভাঙতো খেলা
পড়াশুনার সে কি জ্বালা
সন্ধ্যাকাশের তারা গোনা
আমরা ছিলাম ছোট্ট সোনা !
শীতের রাতের পিঠা পুলি
নানীর স্মৃতি যাইনি ভুলি
অতিথি এলে পিঠার রীতি
সবই আজ অতীত স্মৃতি !
দাদীর মুখে গল্পের ঝুলি
আহা ! কেমন করে সেদিন ভুলি।