সাাংবাদিক আমিনুল হক,
কুমিল্লার প্রতিনিধিঃ
কুমিল্লা রেলওয়ে তে নতুন করে যুক্ত হচ্ছে আরও চারটি রেল লাইন।যার মাঝে দুটি রেললাইনে রেল যাবে চট্রগ্রাম থেকে ঢাকাগামী মেট্রো রেলগুলো।আর,বাকি দুটি লাইনে ট্রেন যাবে চট্রগ্রাম থেকে কুমিল্লা হয়ে ভারতের কলকাতায়।তিনটি রেলওয়ে বিশিষ্ট চট্রগ্রাম থেকে ভারতগামী রেলওয়ে ও মেট্রো রেলওয়ের প্রকল্পিত কাজ চলছে খুব ধীরগতিতে।
সাাংবাদিক আমিনুল হক,কুমিল্লার প্রতিনিধি
প্রকল্পিত প্রকৌশলীদের ও কন্টাক্টের কাছ থেকে জানতে চেয়েছে কাজের বর্তমান ধীরগতির কারণ,তারা জানান যে মহামারি করোনা ভাইরাস (COVID-19) এর কারণে তাদের প্রকল্পগত অনেক কর্মীরা বাড়িতে চলে যাওয়ায় কাজের এত ধীরগতি এবং এই মহামারিতে সরকারি রাজস্ব ফ্রান্ডের ৫৬% অর্থ করোনার ত্রাণ হিসেবে ব্যায় হয়ে যাওয়ায় প্রচুর চাপ পরেছে অর্থনৈতিক বিভিন্ন খাতে।তাই,অর্থনৈতিক অভাবের তারনায় বিভিন্ন যন্ত্রপাতি ও শ্রমিকদের পাওনা টাকা দিতে ও কষ্ট হচ্ছে তাদের। তাই,কাজ এত ধীরগতি। তবে,কুমিল্লাবাসী ও বাংলাদেশবাসী আজও স্বপ্ন চেয়ে বসে আছে।কবে তারা সেই স্বপ্নের ট্রেনে বসে পূর্ব বাংলা(ভারতের কলকাতা) বাসীদের সাথে চলতে পারবে ও সরাসরি কথা বলতে পারবে।দুই দেশের অর্থনৈতিক বাণিজ্যের মধুর সম্পর্ক গরে ওঠবে তার।