এফ এ নয়ন, বিশেষ প্রতিনিধি: গাজীপুর কালিয়াকৈর উপজেলার বরাব এলাকায় অবৈধ ভিক্সল তৈরি কারখানায় অভিযান পরিচালনা করেছে জেলা এন.এস.আইয়ের ভ্রাম্যমান আদালত । মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত হলেন, কারখানার মালিক নাজমা বেগম(৩০) ।এসময় গাজীপুর জেলার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান জানান, বসুন্ধরা ট্রেডিং এর পক্ষে এসএন কেমিকেল কর্পোরেশনের নাম ব্যবহার করে অবৈধভাবে গড়ে উঠা ওই কারখানায় নিম্নমানের ভিক্সল তৈরি করে আসছিল। জেলা এন.এস.আইয়ের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় কারখানার মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করা নির্দেশ দেয়া হয়। পরে কারখানা পরিচালনা কারী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে তৈরি ভিক্সল ও কাঁচামাল জব্দ করা হয়েছে