শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় এসএআরপিভি (সাভ)’র সঞ্চয় ও ক্ষুদ্র ঋণ কর্মসূচি আওতায় হতদরিদ্র ২৩জন শিক্ষার্থীদের মাঝে ১ম ও ২য় দফা শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শনিবার ১১জুলাই বিকালে সার্ভ চকরিয়া কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলেন উপজেলার নিবার্হী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। এরআগে তিনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সার্ভ চকরিয়ার প্রধান সমন্বয়ক কাজী মাকসুদুল আলম মুহিত। এসময় প্রতিষ্ঠানটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।