1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাঁদাবাজি ও যৌনহয়রানির অভিযোগে নওগাঁ পৌরসভার কাউন্সিলর বনরাজসহ গ্রেপ্তার ৪ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে!

চাঁদাবাজি ও যৌনহয়রানির অভিযোগে নওগাঁ পৌরসভার কাউন্সিলর বনরাজসহ গ্রেপ্তার ৪

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ১৮১ বার

কাজী কামাল হোসেন,নওগাঁঃ
চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিল গোলাপ রহমান বনরাজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার(১৩ জুলাই) সকালে নওগাঁ শহরের খাস-নওগাঁ এলাকার একটি বাড়ি থেকে তাঁদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন, নওগাঁ পৌরসভার খাস-নওগাঁ এলাকার বাসিন্দা রাসেল রহমান, রায়হান আলম ও সিফাত হৃদয়।

মামলার এজহার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসিন্দা রিপন ও তাঁর স্ত্রী শান্তনা খাতুন সাত-আট মাস ধরে নওগাঁ পৌরসভার খাস-নওগাঁ এলাকায় একটি বাসায় ভাড়ায় বসবাস করে আসছেন। রিপন শহরের একটি পোশাকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।

গত রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে নওগাঁ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ রহমান বনরাজ নেতৃত্বে স্থানীয় সাত-আটজন যুবক রিপনের ভাড়া বাসায় যান। তাঁরা দাবি করেন, রিপন ও শান্তনা প্রকৃত স্বামী-স্ত্রী নন। বৈবাহিক সম্পর্ক ছাড়াই তাঁরা ওই বাসায় একসাথে বসবাস করছেন। এ সময় তাঁরা রিপনের স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন এবং তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন। এক সময় বিষয়টি মিমাংসার জন্য কাউন্সিলর বনরাজ রিপনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাতের মধ্যে মুঠোফোনের মাধ্যমে আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে ৫০ হাজার টাকার ব্যবস্থা করতে বলেন এবং রিপন ও তাঁর স্ত্রীর ফ্লাটে বাইরে থেকে তালা মেরে যান কাউন্সিল ও তাঁর সঙ্গীরা।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে রিপনের বাসায় চাঁদার টাকা হস্তান্তর হওয়ার কথা ছিল। রিপনের স্বজনদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে নওগাঁ সদর থানা পুলিশ হাতেনাতে কাউন্সিলর বনরাজ ও তাঁর সঙ্গী রাসেল, রায়হান কে না জানানোর জন্য হুমকিও দেন কাউন্সিলর বনরাজ। রিপনের স্বজনদের মাধ্যমে এ ঘটনা জানার পর নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউন্সিল বনরাজ ও তাঁর সঙ্গী রাসেল, রায়হান এবং হৃদয়কে আটক করেন। পরে চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগ এনে রিপন কাউন্সিলর বনরাজসহ আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

ভুক্তভোগী রিপন মন্ডল বলেন, ‘দুই বছর আগে শান্তনার সঙ্গে উভয় পরিবারের সম্মতিতে তাঁর বিয়ে হয়। অথচ গতকাল রাতে কাউন্সলর ও তাঁর সঙ্গীরা আমার বাসায় এসে দাবি করেন, আমরা নাকি অবৈধভাবে বসবাস করছি। তাঁরা আমার স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করে। একপর্যায়ে কাউন্সিলর বনরাজ এলাকার ছেলেপেলেদের পিকনিক (ভোজ) খাওয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করতে বলেন।’

নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল বিন আহসান বলেন, চাঁদাবাজি ও যৌন হয়রানির অভিযোগে ভুক্তভোগী রিপন দন্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩ ধারায় মামলা করেছেন। কাউন্সিল বনরাজসহ গ্রেপ্তার চার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম