মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে চুরির মামলায় হাতেনাতে আটক পকেটমার আবদুল জলিলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক আবদুল জলিল উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজারস্থ বেলঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে। শনিবার (১১ জুলাই) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার এসআই মো. খায়ের উদ্দীন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ সোনালী ব্যাংকে বিজয়করা গ্রামের আবদুল কুদ্দুস মজুমদার নামের একজনের পকেটে হাত দেয় আটক আবদুল জলিল। এ সময় দেখে হোসেন ফরহাদ নামের একজন। পরে পকেটমার আবদুল জলিলকে হাতেনাতে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করা হয়।