1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষার নামে ভয়ংকর প্রতারণা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি চৌদ্দগ্রামে ছোটখিল সমাজকল্যাণ ফাউন্ডেশ’র উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মাগুরায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে লিগ্যাল এইড কমিটির সদস‍্যদের ওরিয়েন্টেশন মানিকছড়িতে শীত কম্বল বিতরন সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নে ৩০০  রামগড়ে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি-পুরস্কার বিতরণী করলেন পুতুল ফাউন্ডেশন

টঙ্গীতে গণস্বাস্থ্য কেন্দ্রে করোনা পরীক্ষার নামে ভয়ংকর প্রতারণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ১৮৮ বার

এফ এ নয়ন:
গাজীপুর টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের কোভিড-১৯ টেষ্ট প্রতারণা অভিযোগ পাওয়া গেছে।করোনা হাসপাতাল হিসেবে টঙ্গী গণস্বাস্থ্য হাসপাতালের সরকারি কোন অনুমোদন নেই। অপরদিকে র‌্যাপিড টেষ্ট কিটে করোনা শনাক্তকরণ পদ্ধতিও সরকারিভাবে নিষিদ্ধ। অনুমোদনহীন তেমন র‌্যাপিড কিট দিয়ে টেষ্ট করা হচ্ছে।
রিজেন্ট বা জেকেজি সরকারি অনুমোদন নিয়ে ভুয়া পজিটিভ- নেগেটিভ রির্পোট দিয়েছে। আর টঙ্গী গণস্বাস্থ্য কোন প্রকার সরকারি অনুমোদন ছাড়াই সাড়ে ৩ হাজার মানুষের কোভিড-১৯ টেষ্ট রির্পোট দিয়েছে। সরকার ইতমধ্যেই রিজেন্ট এবং জেকেজি ছাড়াও আরও ৫ টি বেসরকারি করোনা হাসপাতালের কার্যক্রম বন্ধ করেছে। সেখানে ওই প্রতিষ্ঠানটি প্রতিদিনই শতাধিক রোগির ভুয়া টেষ্ট রির্পোট দিচ্ছে । তারা মানুষকে ভয়ংকর বিপদে ফেলে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সহযোগীতা করেছে একটি অসাধু চক্র। শুধু তাই না সেখানে অনুমোদন ছাড়াই খোলা হয়েছে করোনা আইসোলেশন সেন্টার।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে উপসর্গ নিয়ে টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্রে আসা মানুষের সাথে করোনা পরীক্ষার নামে ভয়ংকর প্রতারণা করা হচ্ছে। নেগেটিভ রিপোর্ট পাওয়া ওইসব হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে। টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্রে এই ঘটনা ঘটছে, টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্রকে ‘কোভিড-১৯ হাসপাতাল’ বা কোভিড টেষ্টের জন্য কোন অনুমোদন দেয়া হয়নি বলে জানান গাজীপুরের সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান।
মুঠোফোনে জানতে চাওয়া হলে গণস্বাস্থ্য কেন্দ্র টঙ্গী শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল ইসলাম জানান, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি মোঃ সেলিম খান তাদের এখানে কোভিড-১৯ টেষ্ট চালু করেছেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মোঃ নাজিম উদ্দিনের মেয়ে জামাই।
খোঁজ নিয়ে জানা গেছে, সেলিম খান টঙ্গী সচেতন নাগরিক পরিষদ নাম সর্বস্ব কমিটি করে এই করোনা মহামারিতে মানুষের সাথে প্রতারণা করেছেন। তিনি সিটি মেয়রের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চায়না র‌্যাপিড কিট নিয়েছেন। অথচ প্রতিটি টেষ্টে রোগির কাছ থেকে ১ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। শুধু তাই না অনুমোদনহীন করোনা আইসোলেশন সেন্টার খুলে বসেছেন।
অনুসন্ধানে দেখা যায়,টঙ্গী কলেজ গেট এলাকার আজিমুন নাহার ও শাহজাহান দেওয়ান দম্পতি। বারান্দারই পূর্বপাশে একাউন্টেন্ট রওশন আলী ইমন রিসিপ্ট কেটে করোনা টেস্ট ফি ৭’শ ও চিকিৎসক ফি ৩’শ নিচ্ছেন। সেখানে তখনো ৩জন লোক করোনা টেষ্টের জন্য অপেক্ষা করছিলেন। এদের মধ্যে আশুলিয়ার মোঃ সাইফুল, উত্তরার মোঃ জাকির ও ফকিরাপুল থেকে এসেছেন মোঃ মঞ্জু।
কথা হয় করোনা টেষ্ট করতে অপেক্ষমান মোঃ মঞ্জুর সাথে। তিনি জানান, কিছুদিন পূর্বে সিঙ্গাপুর থেকে ছুটিতে এসেছেন। ফের যেতে হলে করোনা নেগেটিভ সনদ প্রয়োজন। যে কারনে তিনি করোনা নেগেটিভ রিপোর্ট নিয়ে রাখলেন। এটা যে সরকার অনুমোদিত না সেটা তিনি জানতেন না বলেও জানালেন। চিকিৎসক ডাঃ মোঃ তাওহিদ করোনা টেষ্ট ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন। তবে ভর্তি দুইজন রোগীর সাথে সাক্ষাত করতে বাধা দেন।
কেন্দ্রের ব্যবস্থাপক নুরুল ইসলামও সাড়ে ৩ হাজার করোনা টেষ্টের কথা স্বীকার করেন। করোনা হাসপাতাল হিসেবে তারা সরকারি অনুমোদন পাননি সে কথাও স্বীকার করেন।
টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি ও কৃষক লীগ টঙ্গী পূর্ব থানার সা. সম্পাদক মোঃ সেলিম খান মুঠোফোনে করোনা টেষ্টের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা মানুষের সেবার জন্য এটা করেছি। চিকিৎসক ও ল্যাব খরচ বাবদ টাকা নেয়া হয়েছে। জেলা সিভিল সার্জন মোঃ খায়রুজ্জামান আরও বলেন, তিনি ইতিপূর্বে টঙ্গী গণস্বাস্থ্য কেন্দ্রের কোভিড-১৯ টেষ্ট বন্ধ করেছেন। তারপরও প্রভাব খাটিয়ে তারা এটা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম