এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী এরশাদ নগরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে থানায় মামলা করে শিশুটির পরিবার। রোববার দুপুর সাড়ে ৩টায় এরশাদ নগর এলাকার ৭নং ব্লকে এ ঘটনা ঘটে।
এদিকে শিশুটির স্বীকারোক্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আবুল হাসান (৪২) মাগুরার মোহাম্মদপুর উপজেলার জুখা গ্রামের মৃত জাহিদ হোসেনের ছেলে।
টঙ্গী পূূূূর্ব পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ন পরিবারের বরাত দিয়ে জানান, ঘটনার দিন দুপুরে বাড়িটি নির্জন হওয়ায় শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে নির্যাতন চালান আবুল হাসান। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে শিশুটির বাবা বলেন, প্রতিবেশী হাসান আমার মেয়েকে ধর্ষণ করেছে। তবে সালিশের কথা বলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালান।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যেহেতু আসামি আটক করা হয়েছে সেহেতু সঠিক তদন্ত করে আসামি যেন সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা নেয়া হবে।