1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠিকাদারদের ৫ সিন্ডিকেটে নাজুক স্বাস্থ্য খাত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির

ঠিকাদারদের ৫ সিন্ডিকেটে নাজুক স্বাস্থ্য খাত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২০৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহ না করে বিল তুলে নেওয়া, নিম্নমানের ও নকল যন্ত্রপাতি সরবরাহ এবং কয়েকগুণ বেশি দামের যন্ত্রপাতি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহসহ নানা অভিযোগ রয়েছে ঠিকাদারদের প্রভাবশালী পাঁচটি চক্রের বিরুদ্ধে। সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে স্বাস্থ্য খাতের নাজুক অবস্থা ধরা পড়েছে। এ নাজুক অবস্থার জন্য মূলত দায়ী এসব সিন্ডিকেট। এর একটি অংশ ‘মিঠু সিন্ডিকেট’ এবং অন্য অংশ ‘মিঠুবিরোধী সিন্ডিকেট’ নামে পরিচিত।

অনুসন্ধানে জানা গেছে, পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ও অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে পিয়ন পর্যন্ত কারোই এসব সিন্ডিকেটের বাইরে যাওয়ার প্রায় অসম্ভব। এমনকি দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো প্রতিষ্ঠানেও তাদের পছন্দমতো কর্মকর্তা বসানোর অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, এ সিন্ডিকেট নিজেদের পছন্দ অনুসারে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ পদেও নিজেদের লোক বসায়। ইতিপূর্বে দুদক, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তে এসব সিন্ডিকেটের নাম আসে। তবে তাদের বিরুদ্ধে কিছু মামলা ও তলবি নোটিস ছাড়া কার্যত কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। সম্প্রতি দুদক এসব সিন্ডিকেটের একটির প্রধান মোতাজ্জেরুল ইসলাম মিঠুসহ পাঁচজনকে ‘অতীব জরুরি তলব’ করেছে।

দুদক ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে স্বাস্থ্য খাতে ঠিকাদারদের পাঁচটি সিন্ডিকেট দৃশ্যমান। সেগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রক মোতাজ্জেরুল ইসলাম মিঠু, জাহের উদ্দিন সরকার, আফতাব আহম্মেদ, মুন্সী সাজ্জাদ হোসাইন ও আবজাল হোসেন। স্বাস্থ্য খাতের ঠিকাদারি নিয়ন্ত্রণের জন্য এ পাঁচজনের প্রত্যেকের ৫-২০টি পর্যন্ত নামে-বেনামে কোম্পানি রয়েছে।

বর্তমানে মিঠু যুক্তরাষ্ট্রে ও আবজাল অস্ট্রেলিয়ায় রয়েছেন। অধিদপ্তরের সবচেয়ে বড় চক্রটির নিয়ন্ত্রক মিঠু। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় দেশে তার ব্যবসা নিয়ন্ত্রণ করেন ভাই বেনজির আহমেদ। মিঠু ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান এবং লেক্সিকোন মার্চেন্ডাইজ ও টেকনোক্র্যাট লিমিটেডের মালিক। মেডিটেক ইমেজিং লিমিটেড নামক প্রতিষ্ঠানের নেপথ্য মালিকানাও মিঠুর। প্রতিষ্ঠানটির পরিচালক মো. হুমায়ুন কবিরকে গত বুধবার ‘অতীব জরুরি তলবি’ নোটিস পাঠিয়েছে দুদক।
মুন্সী সাজ্জাদ হোসাইন ঢাকার জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার প্রতিষ্ঠানের নাম অনিক ট্রেডার্স। তার আত্মীয় আবদুল্লাহ আল মামুনের নামে কোম্পানিটি পরিচালনা করেন। জাহের উদ্দিন সরকার একসময় মিঠুর কোম্পানির ম্যানেজার ছিলেন। পরে তিনি বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি খোলেন। আফতাব আহম্মেদ এএসএল নামক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

দুদকের নাম প্রকাশে অনিচ্ছুক এক উপপরিচালক গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে জানান, গত বছর ঢাকা, কক্সবাজার, সাতক্ষীরা, রংপুর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে ১১টি মামলা করা হয়। এসব মামলার তদন্তে দুর্নীতির অভিযোগ আসায় ১৪ ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার জন্য গত বছর ১২ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়। সে অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে। এসব ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ১৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনে দুদক। গত ৯ জুন মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হাসান মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে ১৪ প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয় স্বাস্থ্য অধিদপ্তরকে।

কালো তালিকাভুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে দুর্নীতির অভিযোগে বরখাস্ত হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানমের ‘রহমান ট্রেড ইন্টারন্যাশনাল’ ও ‘রূপা ফ্যাশন’। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মেডিকেল সরঞ্জাম ক্রয়সংক্রান্ত এক মামলায় ৫ কোটি ৯০ লাখ টাকা আত্মসাৎ এবং ৩১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় করা আরেক মামলায় সাড়ে ৩৭ কোটি টাকা সরকারি তহবিল আত্মসাতের অভিযোগ করা হয়েছে। সব মামলায়ই প্রধান আসামি আবজাল-রুবিনা দম্পতি।

কালো তালিকায় আরও রয়েছে রাজধানীর পুরানা পল্টনের আবদুস সাত্তার সরকার ও মো. আহসান হাবীবের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনাল, তোপখানা রোডের জাহের উদ্দিন সরকারের বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল ও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আসাদুর রহমানের ইউনিভার্সেল ট্রেড করপোরেশন। এ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দুদকের খুলনার সমন্বিত জেলা কার্যালয়ে করা মামলায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৬ কোটি ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। জাহের উদ্দিন সরকারের বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের বিরুদ্ধে যন্ত্রপাতি ক্রয়ের নামে রংপুর মেডিকেল কলেজের সাড়ে ৪ কোটি টাকা ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৯ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে সরঞ্জাম সরবরাহে দুর্নীতির অভিযোগে মুন্সী ফররুখ হোসাইনের মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ এবং আফতাব আহম্মেদের এএসএলকেও কালো তালিকাভুক্ত করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেনাকাটায় অনিয়মের মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে

ঢাকার মিরপুরের আবদুল্লাহ আল মামুনের অনিক ট্রেডার্স ও মুন্সী ফররুখ হোসাইনের মেসার্স আহমেদ এন্টারপ্রাইজের বিরুদ্ধেও দুদকের মামলা রয়েছে। বিনা টেন্ডারে সাড়ে ৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে রংপুরের মনজুর আহমেদের মেসার্স ম্যানিলা এন্টারপ্রাইজ ও মেসার্স এসকে ট্রেডার্স, মোসাদ্দেক হোসেনের এমএইচ ফার্মা, জয়নাল আবেদীনের মেসার্স অভি ড্রাগস, আলমগীর হোসেনের মেসার্স আলবিরা ফার্মেসি ও মো. মিন্টুর এসএম ট্রেডার্সকে কালো তালিকাভুক্ত করা হয়। ঢাকার মোকছেদুল ইসলামের বেয়ার এভিয়েশনের নামে ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি এবং মিথ্যা ব্যয় দেখিয়ে ৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরে একটি মামলা রয়েছে।

গত ৯ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণসহ ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি, প্রতারণা ও চক্রান্তমূলক কার্যক্রম প্রতিরোধে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং তাদের স্বত্বাধিকারীদের কালো তালিকাভুক্ত করা প্রয়োজন বলে অভিমত দিয়েছে দুদক।

অনুসন্ধানে জানা গেছে, মিঠু প্রচুর অর্থ দেশের বাইরে পাচার করেছেন। ২০১৬ সালে বহুল আলোচিত পানামা পেপারসে অর্থ পাচারকারী হিসেবে মিঠুর নাম আসে। তিনি নামে-বেনামে দেড় ডজন কোম্পানি খুলেছেন। এসব কোম্পানির অধিকাংশই ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করা হয়েছে। অথচ তারা অতীতে স্বাস্থ্য খাতের শত শত কোটি টাকার কাজ পেয়েছে। রাজধানীর ৩/৪, কমলাপুর বাজার রোডের ঠিকানায় ফিউচার ট্রেড নামে একটি প্রতিষ্ঠানের মালিকানা দেখানো হয় মিঠুর স্ত্রী নিশাত ফারজানার নামে। এ প্রতিষ্ঠানটি মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের যন্ত্রপাতি সরবরাহ করে। কিন্তু ওই ঠিকানায় এ নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব কখনো ছিল না।

বিভিন্ন অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে মিঠুকে কয়েক দফায় তলবি নোটিস পাঠায় দুদক। কিন্তু তিনি দুদকে হাজির হননি। তিনি ওইসব নোটিসের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করেন। পরে তিনি নানামুখী চাপ ও কৌশল খাটিয়ে নোটিসগুলো দুদকে নথিভুক্ত করেন, যাতে অভিযোগগুলো নিয়ে কোনো তদন্ত না হয়।

এগুলোর মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের যোগসাজশে কোনো ধরনের যন্ত্রপাতি সরবরাহ না করে ভুয়া বিল বাউচার বানিয়ে শত শত কোটি টাকা আত্মসাতের মতো গুরুতর অভিযোগও ছিল। রুহুল হকের পর যারা স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তাদেরও ‘হাত করে’ শত শত কোটি টাকার কাজ নেওয়ার অভিযোগ রয়েছে মিঠুর বিরুদ্ধে।

গত ৩০ মে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ জনপ্রশাসন সচিবের কাছে একটি চিঠি দেন। চিঠিতে তিনি মিঠুর সিন্ডিকেট নিয়ে বিস্তারিত তুলে ধরেন। বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর পিএস তাকে মেডিটেক ইমেজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলের পক্ষ থেকে ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নির্দেশনা রয়েছে বলে তাকে জানান ওই দুই কর্মকর্তা। ’ চিঠিতে শহীদউল্লাহ আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই দুই কর্মকর্তা মেডিটেক ইমেজিং লিমিটেডসহ তার সহযোগী প্রতিষ্ঠানগুলোতে কাজ দেওয়ার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখেন। ওই কোম্পানির পাঠানো তালিকা ও মূল্য অনুযায়ী দ্রব্যাদি কেনাকাটা করার নির্দেশনা দেওয়া হয়। তিনি (ব্রিগেডিয়ার শহীদউল্লাহ) এ প্রস্তাবের বিরোধিতা করেন এবং ক্রয় তালিকায় সেগুলো অন্তর্ভুক্ত করেননি। এতে মেডিটেক ইমেজিং লিমিটেডসহ সহযোগী ঠিকাদাররা ক্ষুব্ধ হন।

দুদক গত বুধবার মিঠু ছাড়াও মেসার্স জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক, তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের সমন্বয়কারী (মেডিকেল টিম) মো. মতিউর রহমান, এল্যান করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম আমিনকে ‘অতীব জরুরি তলবি’ নোটিস পাঠায়।

স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ গতকাল গণমাধ্যমে বলেন, ‘স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে বর্তমান কমিশন প্রতিকার ও প্রতিরোধমূলক বেশকিছু ব্যবস্থা নিয়েছে। কমিশন ২০১৭ সালেই স্বাস্থ্য খাতের দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক টিম গঠন করেছিল। ২০১৯ সালের শুরুতে স্বাস্থ্য খাতের দুর্নীতির ১১টি উৎস ও তা নিয়ন্ত্রণে ২৫ দফা সুপারিশ করে কমিশন। এগুলো বাস্তবায়ন করা গেলে স্বাস্থ্য খাতের দুর্নীতির লাগাম কিছুটা হলেও টেনে ধরা সম্ভব হতো। ’ দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘এরপরও কভিড-১৯-এর চিকিৎসাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগ এসেছে। কমিশন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করছে। এ অনুসন্ধান হবে নির্মোহ ও পূর্ণাঙ্গ। মানুষকে সবকিছু জানাতে হবে। দুদক কোনো কিছুই গোপন করে না, করবেও না। বিশ্বাসযোগ্য তথ্য ও দালিলিক প্রমাণাদির মাধ্যমে যেমন অপরাধীদের আমলে আনতে হবে তেমনি জনগণের কাছেও কমিশনকে জবাবদিহি করতে হবে। জনগণের এ প্রতিষ্ঠানটি জনগণের কাছে দায়বদ্ধ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম