1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বন্ধু চিরকাল'র প্রথম মিলন মেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতে ইসলামী কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দুস্থদের মাঝে গৃহ হস্তান্তর ঈদগাঁওয়ে দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ ২০২৪-২০২৫ মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয় উদ্বোধন মাগুরায় ‘মানব উন্নয়ন সংসদে’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন ঢাকা মহানগর (উত্তর) সাইবার ইউজার দলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাট্য র‍্যালি গোদাগাড়ীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে আমানুল্লাহ খুনের রহস্য উদঘাটন

বন্ধু চিরকাল’র প্রথম মিলন মেলা অনুষ্ঠিত

বন্ধু চিরকাল’র প্রথম মিলন মেলা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ১৩৩ বার

জাফরুল অালম : নানা আয়োজন, আনন্দ উৎসব নিয়ে শেষ হলো বন্ধু চিরকালের প্রথম মিলন মেলা। অনুষ্ঠানের শুরুতে পরিচয়পর্ব, ওয়েলকাম গিফট, বুফে খাওয়া, বিকেলের নাস্তা, র‌্যাফেল ড্রসহ পুরো অনুষ্ঠানই ছিল সাজানো পরিকল্পনামাফিক। পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের মেলবন্ধন পুরো অনুষ্ঠানকে আরোবেশি মনোমুগ্ধকর আকর্ষণ করেছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই শেষ হয়েছে অনুষ্ঠান।

জমকালো অনুষ্ঠানটি শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা অবধি রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডের সাইড ডিস ইন্টারন্যাশনাল কুইজিনে অনুষ্ঠিত হয়। বন্ধু চিরকালের প্রথম মিলন মেলা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংগঠনের চেয়ারম্যান কুসুম কলি, এডমিন হানিফ ও অপরাজিতা নীলের অক্লান্ত পরিশ্রমেই চমৎকার অনুষ্ঠান উপহার দেয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অনুষ্ঠানে আসা বন্ধু চিরকালের সদস্য জয় সুমন, ঝিনুক, ডাঃ আলাল ও সুমনা খানম। তারা বলেন, আমরা ভেবেছিলাম অনুষ্ঠান সুন্দর হবে কি না। কিন্তু অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হলেও আজ আমরা একটা প্লাটফর্মে একসাথে হয়েছি। বন্ধু চিরকালের মাধ্যমে আমাদের মধ্যে যে সেতুবন্ধন তৈরি হয়েছে। সবসময়ই টিকে থাকবে বিশ্বাস আর আস্থার সাথে।

এ ব্যাপারে সংগঠনের চেয়ারম্যান (ফয়জুননেসা কুসুম) কুসুম কলি বলেন, অনেকদিনের স্বপ্ন ছিল বন্ধুদের নিয়ে একটা সংগঠন করবো। উদ্দেশ্য ভালো কিছু কাজ করা। অসহায় গরীবদের সহযোগীতা করা। পাশাপাশি আমাদের সাথে যারা আছে তাদের সুখে-দুঃখে পাশে থাকা। নিজেদের ভালোলাগাগুলো শেয়ার করা। এসব নিয়েই আমাদের বন্ধু চিরকাল। সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত বেশ কয়েকজন অসহায়দের সহযোগীতা করার সুযোগ হয়েছেন বলে জানান কুসুম। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বর্তমান কার্যক্রম ঢাকাকেন্দ্রীক হলেও আগামিতে এর বিস্তার সারাদেশে ছড়িয়ে দিব। যেখানেই কোন বন্ধুরা সংকটে পড়বে। আমরা তাদের পাশে থাকার আপ্রাণ চেষ্টা করবো।

প্রতিষ্ঠাতা এডমিন হানিফ বলেন, বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যারা চক্ষুলজ্জায় কিছু বলতে পারছে না। আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি। এই করোনাকালেও বেশ কয়েকজন বন্ধুর পাশে দাঁড়িয়েছে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা হানিফ। এ ব্যাপারে অনুষ্ঠানে আগত লায়ন রেজাউল হক ও সুমনা খানম বলেন, শুরুতে মনে হয়েছিলো ফেসবুকভিত্তিক সংগঠন ভালো কিছু দিতে পারবে না হয়তো। কিন্তু পুরো অনুষ্ঠান দেখে, বন্ধুদের আন্তরিকতা দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে চেয়ারম্যান কুসুম কলির আন্তরিকতা, বন্ধুত্ব মনোভাব সবাইকে উজ্জীবিত করতে পেরেছে। স্বেচ্ছাশ্রম, পরোপকারী উদার মানসিকতা এবং শিক্ষিতদেরকেই সংগঠনের সদস্য হিসেবে সংযুক্ত করেছেন বলে জানান সংগঠনের চেয়ারম্যান কুসুম কলি।

উল্লেখ্য, বন্ধু চিরকাল সংগঠনটি চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২১৮ জন। ফেসবুকভিত্তিক সংগঠনটি এরই মধ্যে বেশকিছু সামাজিক ও সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে জনপ্রিয় হয়ে উঠছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম