আফজাল হোসাইন মিয়াজীঃ
বর্ষা আসে রিমঝিমিয়ে
কদম ফুলের গায়,
বর্ষা নামে কলকলিয়ে
মেঘনা যমুনায়।
বর্ষা আসে ধানের ক্ষেতে
বাজিয়ে নুপুর পায়,
কোলা ব্যাঙের বিয়ে হবে
ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর গায়।
বর্ষা এলে সবুজ বনে
আনন্দে দোল খায়,
শ্যামলিমার খেল জমেছে
উদাস বনের বায়।
বর্ষা এলে যৌবন জাগে
প্রতি প্রাণে প্রাণে,
বিরহী মন চায় যেতে চায়
অতীত পথের পানে।