1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহামারিতেও দুর্নীতি- জোচ্চুরির অঙ্গীকার! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

মহামারিতেও দুর্নীতি- জোচ্চুরির অঙ্গীকার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২০২ বার

এডভোকেট মাওলানা রশীদ আহমদঃ
ধারনা করা হয়েছিল এই মহামারি প্রকৃতিকে তার সঠিক জায়গা চিনিয়ে দেবে। মানুষের মধ্যে জাগাবে মনুষ্যত্ব। সর্বগ্রাসী করোনা মানুষকে একটু- আধটু হলেও ভেদাভেদ ভোলাবে, দুর্নীতি-অপকর্মমুক্ত করে মানবিক হবার তাগিদ দেবে। কিন্তু, বাস্তব বড় কঠিন। নিদারুণ। চারদিকে উল্টা ইঙ্গিত। মহামারী বরং অনেককে আরো বেপরোয়া করছে। মওকা করে দিচ্ছে কোটি-কোটি টাকা হাতানোর। চুরি, দুর্নীতিসহ অনৈতিক নানা ঘটনা বিবেকবানদের দগ্ধ করছে। এমন নাহালত বা আজাবের মধ্যেও কি করে এগুলো সম্ভব হচ্ছে? প্রশ্ন কুলকিনারাহীন হলেও জবাব নেই। জবাব না পেলেও অবিচার-অনাচার, দুর্নীতি যে কারো কারো মজ্জাগত হয়ে গেছে-সেটা পরিস্কার হয়ে গেছে এই ভয়াল করোনা মহামারির মধ্যেও। এমন মহাদুর্যোগপূর্ণ মুহূর্তে এরা পুকুর চুরির বদলে সাগর চুরিতে নেমেছে কোমর বেঁধে। বিশেষ করে স্বাস্থ্য খাতে যেন লুটপাটের একটি মহোৎসব নেমেছে।
একদিকে, আশঙ্কাজনক হারে করোনার বিস্তার ঘটছে। আরেকদিকে, দুর্নীতি-চুরি-চামারিতে টাকা হাতানোর প্রতিযোগিতা। প্রণোদনা হাসিলের চাতুরি। ভাইরাসের চাষাবাদ করে অসহায় মানুষের জীবন নিয়ে তামাশা। লকডাউন শুরুর পর থেকে হাজার-হাজার শ্রমিককে ছাঁটাই। রুজি- রোজগার বন্ধ হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবন তাদের। এদিকে, তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এখন পর্যন্ত ২৬৪ জন পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত বলে শিকার করলেও বাস্তবে এই সংখ্যা বাস্তবে অনেক বেশি বলে মনে করেন সংশ্লিষ্টরা। পরিকল্পনাহীনভাবে সবকিছু খুলে দেয়ার পর এখন আক্রান্ত আর মৃত্যুর ভয়াবহ বৃদ্ধির তোড়ে এরইমধ্যে আবার এলাকাভিত্তিক জোন ঘোষণা করে নতুন করে লকডাউন দেয়া শুরু হয়েছে। তা খুলে দিলাম, ছেড়ে দিলাম, ছড়িয়ে দিলামের মতো।
করোনা ক্ষমতাবানদের দুর্নীতি, লুণ্ঠনের লাগাম টানতে পারেনি। দমাতে পারেনি ব্যাংক ডাকাতদের। করোনা মহামারিতে মরার ওপর খাড়ার ঘা হয়ে আসা আম্পান দুর্যোগকে ছাপিয়ে অর্থনীতির ক্ষেত্রে ভয়ংকর ঘূর্ণিঝড় চারদিকেই। ১৯৭২ সালের ১৯ জুন প্রকাশ্য দিবালোকে ঢাকা মেডিকেল কলেজ জনতা ব্যাংক শাখায় ডাকাতির ঘটনা ঘটেছিল। সেটাই ছিল বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাতির ঘটনা। সেই ডাকাতির ধরন পাল্টেছে। ডিজিটাল হয়েছে। ব্যাংকের মালিকরাই এখন বড় ঋণ গ্রহীতা। দেশের ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ১২ লাখ কোটি টাকা তার প্রায় ১৫ শতাংশই রয়েছে বিভিন্ন ব্যাংকের পরিচালকদের হাতে। এই মহাশয় পরিচালকরা তাঁদের নিজ ব্যাংকের পাশাপাশি অন্যান্য ব্যাংক থেকে এসব ঋণ নিয়েছেন। এর মধ্যে দেশের ২৫টি ব্যাংকের পরিচালকেরা তাঁদের নিজেদের ব্যাংক থেকে ঋণ নিয়েছেন প্রায় ১ হাজার ৬১৫ কোটি টাকা। আর অন্যান্য ব্যাংক থেকে ঋণ নিয়েছেন প্রায় ১ লাখ ৭১ হাজার ৬১৬ কোটি টাকা।

সংসদে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব তথ্য জানিয়েছিলেন। অর্থমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছেন, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ আর বাড়বে না। কয়েকবারই এ কথা বলেছেন তিনি। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। গত ৫০ বছরে বাংলাদেশে এত বড় বড় ব্যবসায়ীর উত্থান ঘটেছে যা রীতিমত বিশ্বের বিস্ময়। দ্রুত ধনী হওয়ার জন্য বাংলাদেশ নাকি এখন স্বর্গের মতো। করোনার কঠিন সময়েও দম নিচ্ছেন না তারা। ক্ষেত্রবিশেষে আরো বেপরোয়া তারা। এক শ্রেণি ত্রাণ চুরি, আরেক শ্রেণি টেন্ডারবাজিতে। আরো কতো মওকা এই দুর্যোগে! এরইমধ্যে ত্রাণ আত্মসাত রাজনৈতিক দলের নেতাকর্মী। এদের পরিচয় সবারই জানা। বেশিরভাগই সরকারি দল ও সহযোগী সংগঠনের নেতা। যদিও প্রধানমন্ত্রী একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন, যারা এই সময়ে সহায়তা নিয়ে দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নেবেন। কী রকম কঠোরব্যবস্থা নেয়া হচ্ছে সেটা কে না জানে? কে না বোঝে?

এই করোনাকালেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনারকে ডিএমপিরই এক যুগ্ম কমিশনারের সরাসরি দেওয়া ঘুষের প্রস্তাবে তোলপাড় পুলিশের শীর্ষ মহলে। এমন অনৈতিক প্রস্তাবে কমিশনার মোহা. শফিকুল ইসলাম চরম ক্ষুব্ধ ও বিব্রত। যুগ্ম কমিশনার (লজিস্টিকস) মো. ইমাম হোসেনের ঘুষের প্রস্তাবের বিষয়টি তিনি গোপন রাখেননি। পরিণামে অভিযুক্তকে বদলি করা হয়েছে। প্রায় একই কাণ্ড স্বাস্থ্যসচিবের ক্ষেত্রে।দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ একেবারেই নতুন নয়। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ে কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দুর্নীতির শক্তিশালী বলয় তৈরি হয়েছে বলেও অভিযোগও আছে। এই সিন্ডিকেটের মাধ্যমে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওষুধ, সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে সিন্ডিকেট গঠন করে স্বাস্থ্য খাতে জনসাধারণের জন্য বরাদ্দ সরকারি বাজেটের একটি বড় অংশ হাতিয়ে নিচ্ছে। প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ।

গত বছরের শুরুতেই দুর্নীতি দমন কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসাসেবা, চিকিৎসাসেবায় ব্যবহৃত যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ সরবরাহসহ ১১টি খাতে দুর্নীতি বেশি হয়। তখন এসব দুর্নীতি প্রতিরোধে ২৫ দফা সুপারিশও করে সংস্থাটি। সম্প্রতি প্রকাশিত খবরে বলা হচ্ছে, বর্তমান সময়ের বাস্তবতায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে পিপিই, ভেন্টিলেটর, মাস্ক, গগলসসহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম কেনার উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এসব স্বাস্থ্য সরঞ্জাম কেনায় যে খরচ ধরা হয়েছে, তা বর্তমান বাজার মূল্যের চেয়ে দুই থেকে চার গুণ বেশি। নানা অভিযোগের এক পর্যায়ে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামকে প্রথমে বদলি এবং পরে পদোন্নতি দেয়া হয়েছে। তাকে সিনিয়র সচিব করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দুর্নীতি ফাঁস করে দিয়েছেন কেন্দ্রীয় ঔষধাগার-সিএমএসডির বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদউল্লাহ। বিদায় নেওয়ার আগে গত ৩০ মে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির আদ্যোপ্যান্ত তুলে ধরেন।
সিএমএসডি’র পরিচালক কোনো চুনোপুঁটি নন, তিনি একজন ব্রিগেডিয়ার জেনারেল।

জনপ্রশাসন সচিবের কাছে দেওয়া চিঠিতে ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ লিখেছেন, করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন এবং সিএমএসডি কী কী কেনাকাটা করবে, সে সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর কখনই সঠিক কোনো পরিকল্পনা করেনি। এ অবস্থায় বিষয়টি নিয়ে পরিচালক সিডিসির সঙ্গে সিএমএসডি কর্তৃপক্ষ আলাপ করে। সিডিসি কর্তৃপক্ষের অনুরোধে সিএমএসডি নিজস্ব উদ্যোগে পিপিইসহ অন্যান্য সামগ্রী মজুদ করতে থাকে। পরে ১০ মার্চ সিডিসি পরিচালক সং’ক্রমণের ঝুঁ’কি মোকাবিলায় ১৫ কোটি টাকার একটি চাহিদা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠায়। এর আগে মার্চের প্রথম সপ্তাহে বিভিন্ন হাসপাতালে জরুরি ভিত্তিতে পিপিই, মাস্কসহ অন্যান্য সামগ্রী পাঠাতে নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময় এরিস্টোফার্মা, এসিআই, আএফএল, গেটওয়েল ও জেএমআই ছাড়া আর কেউ এসব পণ্য উৎপাদন করত না। মার্চের দ্বিতীয় সপ্তাহে আরও কিছু দেশীয় প্রতিষ্ঠান এসব পণ্য উৎপাদন শুরু করে। এর মধ্যেই লকডাউন শুরু হয়।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদউল্লাহ দাবি করেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ১৫ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের (বাজেট) মৌখিক নির্দেশনায় সিএমএসডি সুরক্ষা সামগ্রী ক্রয়বাবদ ১০০ কোটি টাকার বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। মার্চ মাসের দিকে এই টাকা বরাদ্দ দেওয়া হয়। এরপর ডিপিএম পদ্ধতি অনুসরণ করে সমস্ত ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কেনাকাটার আনুমানিক ক্রয়মূল্য প্রসঙ্গে পরিচালক আরও বলেন, এ পর্যন্ত আনুমানিক ৯০০ কোটি টাকার কেনাকাটা হলেও মাত্র ১০০ কোটি টাকার সংস্থান করা হয়েছে। বারবার বাকি অর্থের চাহিদার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হলেও অর্থছাড় করা হয়নি। এ কারণে সরবরাহকারীদের বিল পরিশো’ধ করা সম্ভব হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে অভিযোগ করে শহীদউল্লাহ চিঠিতে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর পিএস তাকে মেডিটেক ইমেজিং লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলের ওই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার নির্দেশনা রয়েছে বলে তাকে জানান ওই দুই কর্মকর্তা। উল্লেখ্য গত মার্চ মাসে বাংলাদেশে প্রথম কোভিড-১৯ শনাক্ত হওয়ার পরে চিকিৎসকদের নিম্নমানের সুরক্ষা সামগ্রী সরবরাহের অভিযোগ আসে সিএমএসডির বিরু’দ্ধে। এক পর্যায়ে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরপর তড়িঘড়ি করে তদন্ত কমিটি গঠন করা হলেও সেই কমিটির দেওয়া রিপোর্ট প্রকাশ করা হয়নি। সিএমএসডি’র পরিচালক এবং স্বাস্থ্য সচিবকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরূদ্ধে মূল অভিযোগ তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।

এ রকম সময়ে দুর্নীতি বিষয়ে বার্তা নিয়ে এসেছেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান। বলেছেন, করোনাভাইরাসের কারণে দুর্নীতিবাজদের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। ক্যাসিনোকাণ্ডে কমিশনের অনুসন্ধান বা তদন্তে শিথিলিতা এসেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, গণমাধ্যমে এ জাতীয় সংবাদ দেখেছি। তবে আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি, কমিশন ক্যাসিনোকাণ্ডে যে সব অভিযোগ আমলে নিয়েছে সেসব বিষয়ে অনুসন্ধান বা তদন্তে শিথিলতার কোনো সুযোগ নেই। করোনার কারণে অপরাধীদের প্রতি ন্যূনতম নমনীয় হওয়ারও সুযোগ নেই । প্রতিটি অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। এন-৯৫ মাস্ক ও পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) কেনায় দুর্নীতি হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, করোনা মহামারী শুরুর প্রারম্ভেই এসব সামগ্রী ক্রয় প্রক্রিয়া শুরু হয়। এগুলো খুবই স্বাভাবিক প্রক্রিয়া। যে কোনো প্রয়োজনে যে কোনো প্রতিষ্ঠান ক্রয় কার্যক্রম পরিচালনা করবে এটা স্বাভাবিক, এক্ষেত্রে দুদকের কিছু করণীয় নেই। তবে এসব ক্রয়ে অনিয়ম-দুর্নীতি কিংবা জাল-জালিয়াতির ঘটনা ঘটলে দুদক আইনি ব্যবস্থা গ্রহণ করে থাকে। তিনি বলেন, এন-৯৫ মাস্ক এবং পিপিই ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন গণমাধ্যমে অনিয়ম-দুর্নীতি বা প্রতারণার কিছু খবর এসেছে। কমিশন এ সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন সংরক্ষণ করছে। এছাড়া কমশিনের অভিযোগকেন্দ্র হটলাইন-১০৬-এ স্বাস্থ্য খাতের বেশকিছু কিছু অভিযোগ পাওয়া গেছে। দুদক চেয়ারম্যানের এসব কথা শুনতে সুন্দর। বাস্তবটা কম-বেশি সবারই জানা। আর বোধবুদ্ধিমানরা ভালো করেই জানেন, দুর্নীতির যাবতীয় আয়োজন বা বীজ আমাদের রাষ্ট্রের ব্যবস্থাপনার মধ্যেই লুকানো। দুর্নীতির অপার সুযোগ সমাজব্যবস্থার রন্দ্রে রন্দ্রে। চালাক-চতুররা সেই সুযোগটার ষোলোআনা ব্যবহার করছেন। এগিয়ে থাকার প্রতিযোগিতার সঙ্গে যুথবদ্ধও তারা। প্রতিজ্ঞাবদ্ধের মতো মহামারির সুযোগের একটুও হাতছাড়া করছেন না তারা।

লেখকঃ সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, প্রাবন্ধিক, গবেষক, আইনজীবী ও সম্পাদক প্রকাশক ” গোলাপগঞ্জ- বিয়ানীবাজার – সংবাদ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম