মোঃসাইফুল্লাহঃ মাগুরায় আজ ৩ জুলাই শুক্রবার নতুন করে আরও ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রুগী ১৬৬ জন দাড়ালো। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫২ জন। মারা গেছে ৪জন। আজ নতুন আক্রান্তের মধ্যে মাগুরা সদরে ১৯ জন শ্রীপুরে ১ জন ও মহম্মদপুরেেে জন ১ করোনা রুগী শনাক্ত হয়েছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিংঅফিসার ডা: আরিফুর রহমান জানান, আজ ৩ জুলাই শুক্রবার জেলায় নতুন করে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৬৬ জন। নিম্নে বিস্তারিত দেওয়া হলোঃ-গতকাল নমুনা পাঠানো হয়েছিলো ২৪ জনের, মোট সন্দেহজনক নমুনা পাঠানো হয়েছে –১৭৪৪জনের, আজ প্রাপ্ত রিপোর্ট সংখ্যা–৭৭। মোট প্রাপ্ত রির্পোট সংখ্যা১৫৮২জনের। আজ প্রাপ্ত করোনা পজিটিভ রিপোর্ট ২১জনের।
এর মধ্যে-পৌরসভার ১৬ জন(তাতীপাড়ার ৩ নিজনান্দুয়ালীর ২ পারনান্দুয়ালীর ৪ ও আদর্শপাড়ার ২জন, কাউন্সিল পাড়া,কলেজপাড়া, জেলাপাড়া,পুলিশ লাইন পাড়া ও ফায়ার সার্ভিস অফিসে ১জন করে।
সদরের ৩জন হাজীপুর ইউনিয়নের নরিহাটি,চাউলিয়া ইউনিয়নের ধলহরা ও আঠারোখাদার মৃগীডাঙাগ্রামে ১ জন করে।
্মহাম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে১ জন। আর শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের মহেশপুরে ১ জন(গতকাল মারা গিয়েছেন কিন্ত আজ অফিসে রিপোর্ট এসেছে)
অদ্যাবধি জেলায় মোট করোনা পজিটিভ১৬৬জন। আজ নতুন সুস্থ-০২জন।
অদ্যাবধি মোট সুস্থ হয়েছেন ৫২জন৷ বর্তমানে হোম আইসোলেশনে আছেন-১০৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ২জন। রেফার ২ জন। অদ্যাবধি মৃত-৪ জন। শ্রীপুর উপজেলায় ২ জন,মাগুরা সদরে১ও শালিখা উপজেলায় ১ জন করেে।