1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গা উপজেলা দুপ্রক সভাপতি মো. আব্দুর রহিমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের শ্রদ্ধা  মাগুরায় চাঞ্চল্যকর একই পরিবারের তিন জন  হত্যা মামলা দ্রুত বিচারের দাবিতে নিহতদের স্বজনদের সংবাদ সম্মেলন তিতাসে অনিয়ম ও অব্যবস্থাপনায় জর্জরিত কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়, প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে জরিমানা চৌদ্দগ্রামে বাতিসা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক না থাকায় সেবা বঞ্চিত প্রায় ৪০ হাজার মানুষ চকরিয়ায় পোনা বিতরণ ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত । রাউজানে ফানুস উৎসবে মেতেছেন বৌদ্ধ সম্প্রদায়  শাহলালন সাঁই। নেহাল আহমেদ চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’র গঠনতন্ত্র পাঠদান ও অনুমোদন সভা অনুষ্ঠিত বৈষম্য বিলোপ করে সত্যিকারে মানবিক সমাজ গড়তে চায় জামায়াত ইসলামী – মাগুরার পথ সভায় ডা. শফিকুর রহমান

মাটিরাঙ্গা উপজেলা দুপ্রক সভাপতি মো. আব্দুর রহিমের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১৪৩ বার

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি:
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিম আর নেই। দীর্ঘদিনের বন্ধু-বান্ধব আর স্বজনদের সোকে ভাসিয়ে বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টায় ফেনীর বারাহীপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুর রহিমের মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের ঠিকানা মাটিরাঙাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ব্যাক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন মো. আব্দুর রহিম। মৃত্যুকালে তিনি ভাই-বোনসহ অাত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

শুক্রবার বেলা ১১টায় ফেনীর বারাহীপুরে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে বলে পরিবার সুত্র নিশ্চিত করেছে।

একজন পরিচ্ছন্ন ও সাদামনের মানুষ মো. আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেছেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙীর আলম।

গণমাধ্যমে দেয়া পৃথক পৃথক শোক বার্তায় তারা বলেন, বরাবরই একজন নির্লোভ মানুষ ছিলেন মরহুম আব্দুর রহিম। তিনি ছিলেন সকল লোভ লালসার উর্ধ্বে। তাঁর মৃত্যুতে যে শুন্যতা তৈরী হয়েছে তা কখনো পুরণ হবার নয়। শোক বার্তায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন তারা।

মাটিরাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুর রহিমের মৃত্যুতে মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড (সদর) কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম