1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক ও লায়নিজমের আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে কাজ করার আহ্বান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা মেদাকচ্ছপিয়ায় পিপলস ফোরাম সাধারণ কমিটির সভা অনুষ্ঠিত  পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, অনুরোধ বিকল্প পথে চলার আমরা চাঁদাবাজি-দুর্নীতি করি না, কাউকে করতেও দিবো না: ডা. শফিকুর রহমান মাগুরায় ৮৭ ফাউন্ডেশনের ৫ম সাধারণ সভা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা প্রদান নাঃগঞ্জের খানপুর সরদারপাড়া প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণে এস. আলম রাজীব

মানবিক ও লায়নিজমের আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে কাজ করার আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৬৯ বার

জেসমিন বাপ্পি,
চট্টগ্রাম প্রতিনিধিঃ লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এলসিআই ডিস্ট্রিক ৩১৫-বি৪ এর ২০২০-২১ সেবাবর্ষ এর ১ম সভা অনুষ্ঠিত;
‘সবার উপরে মানবতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮জুলাই লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এলসিআই ডিস্ট্রিক ৩১৫-বি৪ এর প্রেসিডেন্ট লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজে এফ এর সভাপতিত্বে ২০২০-২১ সেবাবর্ষের ১ম মাসিক ও বোর্ড সভা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাবের সদস্যরা অনলাইনে যুক্ত হন। সভার শুরুতে ক্লাব সভাপতি লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ সকল সদস্যকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি সকল সদস্যকে মানবিক ও লায়নিজমের আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান ।
সভার শুরুতে ক্লাবের পুরাতন কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন – আইপিপি লায়ন হারুন উর রশীদ, সভাপতি – লায়ন পারভীন মাহমুদ এফসিএ,এমজেএফ, সহসভাপতি – লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন ও লায়ন শম্পা লোধ, সেক্রেটারি – লায়ন আবেদা বেগম, জয়েন্ট-সেক্রেটারি – লায়ন সালমা আদিল ও লায়ন মির্জা ইলিয়াস, ট্রেজারার – লায়ন নুদরাত এ করিম, যুগ্ম-ট্রেজারার – লায়ন ঝুমা রহমান, এডভাইজার – লায়ন ডা. শেখ শফিউল আযম এমজেএফ ও লায়ন এস কে বিশ^াস, মেম্বারশীপ চেয়ার পার্সন-– লায়ন সমিহা সলিম , ক্লাব সার্ভিস চেয়ার পার্সন – লায়ন হোমায়রা কবির চৌধুরী, মার্কেটিং এন্ড কমউনিকেশন চেয়ার পার্সন – লায়ন জাহানারা বেগম, লিও এডভাইজার – লায়ন আসিফ চৌধুরী, লায়ন টেমার – লায়ন শিপ্রা বড়ুয়া ও টেইল টুইস্টার – লায়ন আমরিন হোসেন । সভায় ২০২০-২১ সেবাবর্ষ এর কর্ম পরিকল্পনা, লিও ক্লাবের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ গ্রহন করেন – লায়ন ডা. শেখ শফিউল আযম এমজেএফ, লায়ন এস কে বিশ্বাস, লায়ন সমিহা সলিম, লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন ও লায়ন আসিফ চৌধুরী প্রমুখ।
এসময় অনলাইনে আরো যুক্ত ছিলেন লায়ন ইয়াসমীন আহমেদ, লায়ন নাজনীন রহমান, লায়ন আবু নাঈম বোরহান উদ্দিন, লায়ন মোহাম্মদ কামাল হোসেন, লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান, জয়ন্ত সেন গুপ্তসহ লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এর নির্বাহী কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম