স্টাফ রিপোর্টার ঃ রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান মৌজার ডাক্তার পাড়া গ্রামের মৃত্যু ডাক্তার আজিজার রহমানের বড় ছেলে ডাক্তার মোঃ তৈয়বুর রহমান বাদল (বাদল ডাক্তার) এ-র বাড়ীতে ১০জুলাই শুক্রবার সকালে দিনের বেলায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা সমস্ত ফার্নিচার ও ইলেক্ট্রনিক জিনিসপত্র ভেংগে তচনচ করে নগদ অর্থসহ সর্নঅলংকার নিয়ে যায় সন্রাসীরা। এবিষয়ে শ্যামল বাংলার স্টাফ রিপোর্টারকে তৈয়বুর বাদল বলেন সন্ত্রাসীদের মর্ধ্যে ছিলেন মমিদুল, পিতা আব্দুল হামিদ, শামীম- পিতা লালমিয়া, গনী- পিতা মৃত, শহীদুল ও গনী মিয়া সহ সাথে আরো তিনজন এদের সকলের বাড়ী একই মৌজার বিন্নাগাড়ীতে । জানাযায় সন্ত্রাসীরা একটি বিশাল বাহীনির বিধায় তৈয়বুর রহমান বাদলকে হুমকি ধামকি দিয়ে চলে যাওয়ার সময় বলে যায় প্রশাসনকে জানালে জানে মেরে ফেলবো তোমার সবাই কটাকে। পরিবার পরিজনকে নিয়ে উদ্বিগ্নতার সাথে বসবাস করছেন তার পরিবার। প্রশাসনের উর্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেন পরিবারের সকলে, কেউ মুখ খুললেও মেরে ফেলার আতংকে তার পরিবার। এ বিষয়ে তৈয়বুর রহমান বাদলের বড় ছেলে (চাকুরির সুবাদে বাহিরে থাকা) সায়েম মিঠু বলেন সন্ত্রাসীরা আজ আমার গ্রামের বাড়িতে, বাবা মা ভাইকে জিম্মি করে নগদ তিন লাখ টাকা, পাঁচ ভরি স্বর্নের গহনা ডাকাতি করে নিয়ে গিয়েছে। ডাকাতি চলাকালিন ওয়ারড্রব, চেয়ার, টেবিল, এল ই ডি টিভি, আসবাবপত্র সব কিছু ভাংচুর করে। এহেন কর্মকান্ডের জন্য আমি গংগাচড়া প্রসাশনের দৃষ্টি কামনা করছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।