শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদত্ত ও এবিএম ফজলে করিম চৌধুরী এমপি পক্ষে ভি.জি.এফ এর চাউল বিতরণ করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার হযরত গফুর আলী বোস্তামী মাজার মাঠে প্রায় ৫ শত ৪২ জনকে ১০ কেজি করে ভি.জি.এফের এই চাউল বিতরণ করা হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফের সঞ্চালনায় চাউল বিতরণ অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।এসময় উপস্থিত পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ চৌধুরী টিপু, যুবলীগ নেতা সবুজ দে ভানু, মোহাম্মদ ইকবাল প্রমুখ।