মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: সজীব ওয়াজেদ জয় পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকালে জেলার সদর দক্ষিণ, লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস বা কার্যালয়ের সামনে এবং গুরত্বপূর্ণ সড়ক সমূহে একযোগে এ বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এসময় বনজ, ফলদ, ঔষধি গাছের প্রায় ১ হাজার চারা রোপন করা হয়। বিকালে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সজীব ‘ওয়াজেদ জয় পরিষদ’ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম পলাশ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আবু নাসের তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক রিফাত পাটোয়ারী, নেয়ামত উল্লাহ জনি, রেজাউল আলম রনি, ফয়সাল মাহমুদ হিরন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শাকিল, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. সুজন পাটোয়ারী, সহ-সম্পাদক মো. নাহিদ শিমুল সহ সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।