আফজাল হোসাইন মিয়াজীঃ
ওখানে আমার সবই ছিল
বসত বাড়ি হারিয়ে গেলো;
সর্বনাশা পদ্মা গিলে খেলো
পথের ধারে জায়গা হলো।
সুরম্য দালান কোঠা ছিল
নদীর গর্ভে তলিয়ে গেলো;
দুঃখ আমাদের সঙ্গী হলো
চোখের ঘুম পথ হারালো।
পথে আমায় নামিয়ে দিল
ভাঙা গড়ার খেল জমালো,
আমীর এখন প্রজা হলো
এককাতারে নিয়ে এলো।
মাথা গোজার নেইকো ঠাঁই
পথের ধারেই রাত কাটাই,
ঘুরছি আমরা রাস্তা ঘাটে
দেশটা মোদের বসত বটে।
চলছি আমরা কষ্ট বুকে
মরছি আমরা ধুকে ধুকে,
আশায় আছি গড়ব নীড়
ফিরে পাব সুখের ভীড়।