♦
আমি ১৯৭০ সালের উত্তাল দেখেছি
শেখ মুজিবের ডাকে,
সমগ্র বাংলা কেঁপেছিল তখন
লক্ষ জনতার হাঁকে।
আমি বাঙালির বুকে দেখেছি
স্ফুলিঙ্গের আগুন,
মুজিবেরডাকেএসেছিল বাংলায়
সর্বো কালের ফাগুন।
কৃষাণ কৃষাণী ছাত্র জনতার মুখে
শুনি মুজিবের নাম,
সারাবাংলায়মুজিবের কথা ছাড়া
আর কারো নেই দাম।
বাংলার আকাশ বাতাসেএক ধ্বনি
উঠত শেখ মুজিব,
এ ধ্বনির আওয়াজে বাংলার লোক
হয়ে যেত উদগ্রীব।
পল্লী গাঁয়ের চপল বালিকার মুখে
শুনেছি মুজিবের কথা,
লক্ষ জনতার মুজিবের শ্লোগানে
কেঁপে উঠে তরু লতা।
নবীন আলোর নতুন সূর্য উঠেছিলো
বাংলার প্রান্তেরে,
মুজিবের ডাকে বাংলার বুক
কাঁপছিল তর- তরে।
আমরা বাঙালি আমরা যে পারি
সব কিছু করে জয়,
মুজিবের মতো নেতা সাথে আছে যাদের
কিসের আবার ভয়।।