1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমি আমার আত্ম বলিদান দিয়েছি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম । ঠাকুরগাঁওয়ে থানা হেফাজতে তিন গাভীর করুণ মৃত্যু — বিচারের আশায় পরিবার ! ঠাকুরগাঁওয়ে স্কুলশিক্ষিকাকে পুড়িয়ে মেরে আত্মহত্যা বলে চালানো হয়– সিআইডি মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

আমি আমার আত্ম বলিদান দিয়েছি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২১৯ বার

আমি যেমন আমাকে জানি, ছিলি তেমনি সকল মানুষ নিজেকে বুঝে এবং চিনে। অর্ধশত বছরে পা রাখব আর কিছুদিন। জীবনের ব্যর্থতা ইচ্ছা আকাঙ্ক্ষা অভিজ্ঞতা প্রত্যেকটি মানুষের ন্যায় আমারও আছে।

আমি গণমাধ্যমকর্মী সাংবাদিকতা আমার পেশা নেশা। এর সাথে সামাজিক উন্নয়নের কাজ করছি উন্নয়ন কর্মী হিসেবে। উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত প্রায় এক যুগ। আমার প্রতিষ্ঠিত সংস্থা তার সামর্থ্য অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি। উন্নয়নমূলক কর্মকান্ড করতে গিয়ে বাধা বিপ্তিতে পড়েছি বহুবার।তবে উন্নয়নের কাজেে সহযোগিতা পেযেছি বহু সেচ্ছাসেবি দের সহযোগিতাও পেযেছি অনেকের। অতি সম্প্রতি একটি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলছি।ঘটনার সত্যতা না যেনেই সমাজের অধিকাংশ মানুষের কাছে দোষী সাব্যস্ত হতে হয়। অপরাধী সেজে যেতে হয়। এমন বিষয়টি নিয়েই বলছিলাম,। একটি বিস্ময়কর ঘটনা ঘটলো, সেই ঘটনাটি কি সমাধান করতে এগিয়ে গিয়ে যখন দোষী সাব্যস্ত হতে হয় তখন বিবেকের কাছে প্রশ্ন জাগে আমার অপরাধ কি।। যখন অপরাধী না জেনেই অপরাধী করা হয় তখন খুবই কষ্টদায়ক হয় তার জন্য।

আমার জীবনের শুরু থেকেই উন্নয়ন সাংবাদিকতা নিয়ে ব্যস্ত। নেত্রকোনা জেলায় যখন কাজ করি নিয়মিতভাবে আমি পত্রিকায় লিখেছি পজিটিভ নেত্রকোনা। আমি লিখেছি গণমানুষের কথা। আমি তুলে ধরেছি নেত্রকোনার অবহেলিত মানুষের কথা। নেত্রকোনার বহু উন্নয়নের দাবিদার হিসেবে কখনো কখনো রাস্তায় দাঁড়িয়েছি জনগণের কাতারে।। আমি ব্যক্তিগতভাবে উন্নয়নে বিশ্বাসী।। আমি উন্নয়ন সাংবাদিকতার বিশ্বাসী। নেত্রকোনা জেলা প্রেসক্লাবের, নেত্রকোনার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রেখেছি নিজেকে।সাংকাদিক দের অধিকার নিয়ে কথা বলেছি বহুবার এখনো বলেই যাচ্ছি।

এতটি সমস্যা বা দূর্ঘটনা কে সমাধান করতে গিয়ে এক শ্রেনীর মানুষের কাছে যখন অভিযুক্ত হলাম। আমি মানে সাংকাদিকতার উপর যখন আঘাত আসল। কুলসিত করল আমাদের মহান পেশাকে। আমার সহকর্মী গন আহত হল আর অনেক সহকর্মী নিরব ভুমিকা রাখল। আমি আমার কাছে প্রশ্র করলাম আমরা যারা মহান পেশায় আছি আমরা এ ভাবেই নিজেদের কে আত্মবলিদান দিছি। আমার সহকর্মীদের কাছে ঘটনার পিছনে কি ঘটনা ছিল।।সাংবাদিকতার পেশা এত কুলসিত হযেছে যে আমরা নিজেদের প্রশ্র করতে পারছিনা আমরা আমাদের জন্য কি করছি। আমরা সংবাদকর্মী, উন্নয়নকর্মী আমরাও আইনের ঊর্ধ্বে নই। আমরা ইনকি শ্রদ্ধা করি সম্মান করি।একজন সুনাগরিকের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। একটি দুর্ঘটনা বা একটি ঘটনার পিছনে কি তাও জানার প্রয়োজন একজন সচেতন নাগরিকের। আমাদের প্রয়োজন আমাদের পেশা কি আরও উন্নয়ন, যেহেতু জাতির চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, আমাদেরও উচিত আত্মশুদ্ধি,। আমাদের প্রয়োজন আমাদের স্বার্থেই জনগণের স্বার্থেই এই পেশাটির সুনাম ধরে রাখা। যদিও আমরা আমরা নিজেরাই আত্মবলিদান দিচ্ছি। আসুন আমরা আত্মশুদ্ধি করি। রাষ্ট্র ও জনগণের কাজ করি। আমি চাইনা আমার মত আত্ম বলিদান যেন কারো না হয।়
দিলওয়ার খান
লেখক সিনিয়র সাংবাদিক
উন্নয়নকর্মী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম