বদরুল হক:
ওজন বাড়াতে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি চিংড়ি মাছের ভিতর ঢুকিয়ে বিক্রির অপরাধে এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত এক বিক্রিতাকে আটক করে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নগরীর কালাবিবি দীঘির মোড়ে মাছের আড়ৎ এ অভিযান চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট(ভূমি) তানবীর হাসান চৌধুরী।
ম্যাজিস্ট্রেট তানবীর হাসান চৌধুরী জানান, আজ বৃহস্পতিবার সকালে নিয়মিত অভিযানে যায় উপজেলা প্রশাসন। এসময় ওজন বাড়াতে মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত জেলি চিংড়ি মাছের ভিতর ঢুকিয়ে বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর জেলিমিশ্রিত ৪০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। আড়তে মাছে ক্ষতিকর রং না মেশাতে আড়তদারদের সতর্ক করা হয়।অভিযানে উপজেলা মৎস্য কর্মকতা মোঃ রসিদুল হক উপস্থিত ছিলেন।