1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় সম্মুখ যোদ্ধারা যা ভাবছেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

করোনায় সম্মুখ যোদ্ধারা যা ভাবছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২০৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়ে যাচ্ছে পুরো বিশ্ব। বিশ্বের অনেক দেশের মতোই সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকেও। এমনই প্রেক্ষাপটে সামাজিক বাধা বা সোশ্যাল স্টিগমার শিকার হতে হয়েছে করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করা সম্মুখ যোদ্ধাদেরও। দায়িত্ব পালনকালে পারিপার্শ্বিক অবস্থা থেকে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, চ্যালেঞ্জ কী ছিল আর সেগুলো মোকাবিলা কীভাবে করা হয়েছে সেসব বিষয়ে মতবিনিময় করেছেন তরুণরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইন্সপায়ারিং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ফেসবুক ও ইউটিউব লাইভে সমবেত হয়ে এই মতবিনিময়ে অংশ নেন আলোচকেরা। এতে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান, পুলিশের নোয়াখালী জেলা গোয়েন্দা বিভাগে দায়িত্বরত উপ-পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান এবং সংগীত শিল্পী আমিদ হোসেন চৌধুরী। ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ আলোচনা পর্বে সঞ্চালনা করেন।

নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন বলেন, এই করোনার সময়ে আমাদের একটি ডিজিটাল মাধ্যাম দরকার, যার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে পারি।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ বলেন, ঈন্সপায়ারিং বাংলাদেশ প্লাটফর্মের মাধ্যমে আমরা সবাইকেই সচেতন করতে পারব।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান বলেন, একটি বাংলাদেশের সামাজিক যোজাযোগ মাধ্যম দরকার, যার মাধ্যমে আমাদের প্রগতিশীল যুব সমাজ আরও সচেতন হতে পারে।

ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ বলেন, ‘এই করোনার সময়ে সম্মুখ যোদ্ধাদের প্রতি সংবেদনশীল আচরণ এবং যুব সমাজকে সচেতন ও অনুপ্রাণীত করার জন্যই আমরা ইন্সপায়ারিং বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ করতে যাচ্ছি খুবই দ্রুত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম