আফজাল হোসাইন মিয়াজী,
নাঙ্গলকোট, কুমিল্লা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অর্থায়নে ১০ শয্যা বিশিষ্ট সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ইউনিট উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।