1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে চারা গাছ কেটে সাবাড়, রেঞ্জার-মিঞা গোস্বা! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাস ভুলে যাওয়াকে ফ্যাসিজম বলে : কবি ফরহাদ মজহার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে ৫ ‘শ শীতবস্ত্র বিতরণ নবীনগরে দেশীয় অস্ত্রসহ বসতবাড়ি থেকে একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানায় সম্প্রীতি সমাবেশ–দেশের কল্যাণে এক হয়ে কাজ করার প্রত্যয় তিতাসে সাদপন্থীদের শাস্তি ও নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে মারপিট ও হামলার ঘটনায় মামলা – গ্রেফতার-৩ জন ঠাকুরগাঁওয়ে আন্ত–ব্যাটালিয়ন ফুটবল ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত ছাচ বাঁকা হলে তার পিঠাও বাঁকা হয়- মাগুরায় সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল

খুটাখালীতে চারা গাছ কেটে সাবাড়, রেঞ্জার-মিঞা গোস্বা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৩৭৭ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিট এলাকার মধুরশিয়া-গয়ালমারা বাগান থেকে গভীর রাতে প্রায় ২০টির অধিক গর্জন চারা গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়ার নির্দেশে খুটাখালী বিট কর্মকর্তা রেজাউল করিম, মুন্সি ফয়সাল ও বাবু বড়ুয়ার যোগসাজশে এসব গাছ কেটে সাবাড় করা হয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে।

দিনের পর দিন চারা গাছ কেটে ফেলায় সম্প্রতি সময়ের মধ্যে উজাড় হচ্ছে কবন।
যার ফলে সরকার হারাচ্ছে লক্ষ কোটি টাকার রাজস্ব।

স্থানীয়দের অভিযোগ,খুটাখালী বনবিটের মধুরশিয়া ও গয়ালমারা গর্জন বাগানের প্রায় ২০টি গর্জন গাছ কোরবানি ঈদের সুযোগে বিক্রি করেছেন অভিযুক্তরা।

স্থানীয় ওবাইদুল, আজিম ও সোলতানসহ আরো অনেকে জানান, সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা রেজাউল মুন্সি ফয়সাল ও বাবু বড়ুয়া কাটা গাছ গুলো জব্দ করে তালিকা না করে একইদিন রাতে খুটাখালী ,ডুলাহাজারার ২জন ব্যবসায়ীকে মোটা অংকের টাকায় বিক্রি করে দেন।

এসব অর্থের একটি অংশ তাদের কর্তা বাবু রেঞ্জ কর্মকর্তাকে না দেয়ায় তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন।
এমনকি বিট কর্মকর্তা রেজাউলের বিরুদ্ধে নানা ফন্দি ও ষড়যন্ত্র শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ সৈয়দ আবু জাকারিয়া দীর্ঘদিন ধরে খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বিটকর্মকর্তা থাকা কালীন কাঠ চোরদের সাথে গড়ে উঠেছে তার সখ্য।

বিগত দু বছর ধরে ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জারের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়ে উঠেন রক্ষক নামের ভক্ষক।

তার চারপাশে রয়েছে কাঠ চোরদের আনাগোনা। গড়ে তুলেছেন কালেকশন, বাবুর্চিসহ নামে বেনামে দাগী অপরাধীদের সর্গরাজ্য।

খুটাখালী জাতীয় উদ্যান পাহারাদার ভলিন্টিয়ার নামে এসব কারবারিরা গভীর রাতে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

বিষয়টি খতিয়ে দেখা না হলে আইনশৃংখলার পাশাপাশি সরকার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে।

স্থানীয়রা এ বাগানের একাধিক চারা গর্জন গাছ কাটার মোথা সরজমিন পরিদর্শন পুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও তহিদুল আলমের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে খুটাখালী বনবিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, রেঞ্জ কর্মকর্তার নানা ষড়যন্ত্রের কারনে দায়িত্ব পালন করতে পারছিনা।
একাধিকবার আমার বিরুদ্ধে ডিএফও অফিসে নালিশ করা হয়েছে। তদন্তে এসবের কোন প্রমান মিলেনি।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকরিয়া বলেন, এসব আমি জানিনা, আপনার মাধ্যমে জেনেছি।
খোঁজ খবর নিয়ে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ডিএফও তহিদুল আলম তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম