আবদুল আলী গুইমারা খাগড়াছড়িঃ
বাংলাদেশ আওয়ামীলীগ গুইমারা উপজেলা শাখার সভাপতি,গুইমারা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় জামে মসজিদ ও গুইমারা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি,রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি জেলা ইউনিটের আজীবন সদস্য,প্রায়াত সাংবাদিক মো: হানিফ এবং বর্তমান গুইমারা প্রেস ক্লাবের সদস্য রেজাউল আলম শুভ’র বাবা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: জাহাঙ্গীর আলমের মৃত্যু সংবাদে গুইমারা উপজেলার সর্বত্র শোকের ছাঁয়া নেমে আসে।
জনাব জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গুইমারা উপজেলা আওয়ামীলীগ,গুইমারা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন।তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার(২৪ জুলাই) গুইমারাস্থ দলীয় কার্যালয়ে গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের আায়োজনে শোক সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দোয়া ও মিলাদ পরিচালনা করেন,গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম মাওলানা ক্বারী ওসমান গণি।উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আইয়ুব আলী,আবু তাহের,সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা,উপজেলা যুবলীগ সভাপতি বিল্পব শীল প্রমুখ।এদিকে উপজেলা বিভিন্ন মসজিদে শুক্রবার বাদ জুম্মা বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,জনাব জাহাঙ্গীর আলম, গত ১৮ জুলাই দিবাগত রাত ৩ টায় চট্রগ্রামের মেট্রো-পলিটন হসপিটালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।