এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর টঙ্গীস্থ ৫৭নং ওয়ার্ড হোন্ডারোডে গণস্বাস্থ্য হাসপাতালে ডায়াবেটিক সেন্টার উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ডায়াবেটিক সেন্টারের উদ্বোধন করেন ৫৫,৫৬,ও ৫৭নং সংরাক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর রাখি সরকার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিমউদ্দিন আহমেদ।
এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিষোদ্ধা নাজিম উদ্দিন গেরিলা,জিনাত সুলতানা আখিঁ,ডাঃ শায়লা,ডাঃ শুভ,ডেন্টাল ডাঃ বিপাশা ,মো রফিক মাস্টার প্রমুখ । সভায় বক্তারা গণস্বাস্থ্য নগর হাসপাতাল টঙ্গীতে ডায়াবেটিস সেন্টার চালু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং তারা আরো বলেন, এর মাধ্যমে অত্র এলাকার অনেক রোগী উপকৃত হবে। বক্তারা উক্ত সেন্টারে আবারো করোনা টেস্ট চালুর দাবী জানায়।
ডাঃ শায়লা জানান,টঙ্গীস্থ ৫৭নং ওয়ার্ড হোন্ডারোডে গণস্বাস্থ্য হাসপাতালে ডায়াবেটিক রোগীদের জন্য ডায়াবেটিক পার্ক চালু করা হবে। এতে টঙ্গীস্থ গণস্বাস্থ্য হাসপাতাল টঙ্গী , উত্তরা ও গাজীপুরের সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবায় কাজ করে যাবে।