বদরুল হক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সমুদ্র এলাকায় নিষিদ্ধ সময়ে জেলেদের ইলিশ আহরণ। রবিবার (১৯ জুলাই) উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ইলিশ বাজারজাত করণ অবস্থায় দেড় টন ইলিশ জব্দ করা হয়। বিশেষ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রসিদুল হক। মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, গত (২০মে হতে ২৩ জুলাই) পর্যন্ত ৬৫ দিন ইলিশ বাজার জাত ও আহরণ নিষিদ্ধ থাকলেও একদল জেলে অবৈধভাবে ইলিশ আহরণ ও বাজারজাত করে যাচ্ছে। নিষিদ্ধ সময়ে জেলেদের ইলিশ ধরা ঠেকাতে বিশেষ অভিযানে এসব ইলিশ জব্দ করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের এফ.এ জাহেদ আহমেদ ও মোহাম্মদ এনামুল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করে গহিরা সিজি স্টেশনের কোস্ট গার্ডের সদস্যরা। পরে জব্দকৃত ইলিশ সমূহ সবার উপস্থিতিতে সিজি স্টেশন এ উম্মুক্ত নিলাম করা হয়।