কবি মাদল বড়ুয়া:
পিতা শিখিয়েছে,
বাংলার মানুষ কিভাবে একজোট হতে হবে,
বাঙালি সবাই কিভাবে এক হয়ে কথা কবে।
পিতা শিখিয়েছে,
বাঙালি কখনো কারো মুখাপেক্ষী হওয়ার নয়,
বাঙালি আন্দোলন করে সব করতে পারে জয়।
পিতা শিখিয়েছে,
বাঙালি কিভাবে দূর্বার আন্দোলন করে যাবে,
বাঙালি কিভাবে সব কিছু আদায় করে নেবে।
পিতা শিখিয়েছে,
বাঙালি পরাধীন হয়ে কেন চিরকাল থাকবে?
বাঙালি বাংলাকে মায়ের আঁচলে বেঁধে রাখবে।
পিতা শিখিয়েছে,
বাঙালিরা আজ সবাই সংগ্রাম করতে জানে,
বাঙালি জানে যে কিভাবে আদায় করে আনে।
পিতা শিখিয়েছে,
বাঙালি কখনো থাকবে না আর অন্যর পরাধীন?
বাঙলি জানে যে ফিরিয়ে আনতে দেশের স্বাধীনতা।