শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানের গহিরা ইউনিয়নের দলই নগর থেকে র্যাব-৭ এর হাতে আটক হওয়া দুই অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।২৫ জুলাই শনিবার র্যাব-৭এর ডিআইডি আহমেদ উল্লাহ (বিজিবি) বাদী হয়ে রাউজান থানায় এই মামাল করেন। মামলার তদন্তকারী অফিসার উপ পরিদর্শক এস.আই শাহাদাত হোসেন জানান,মামলা রুজু শেষে তাদের দু’জনকে শনিবার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত দুজনকে কারাগারে পাঠিয়েছে।উল্লেখ্য যে, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের নতুন হাট এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছিলেন র্যাব-৭।আটককৃতরা হলেন রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের দলই নগর গ্রামের লাল মো. তালুকদার বাড়ির মো. নুরুল আবছারের ছেল রিদোয়ান আবেদীন প্রকাশ জুয়েল (৩০) ও একই এলাকার খাজা মঞ্জিলের মাওলানা মুফতি মাওলানা ইব্রাহিম হানফীর ছেলে সুফিয়ান (২৬)। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।র্যাব-৭এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দু’জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছি। আটক দু’জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী।দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।