বাঁশখালী সংবাদদাতাঃ বাঁশখালীতে ব্যবসায়ীর উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের বনাপুকুর পাড়ের এ,কে ট্রেডার্স নামে একটি গ্লোসারি দোকান মালিক আবু জাকের (৩৫) নামের এক ব্যবসায়ীর উপর।
গত ২১জুলাই রাত ১০টায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা বনা পুকুর পাড় এলাকায় ব্যবসায়ীর বাড়ীর উঠানেই তার উপর অতর্কিত হামলা চালায়। এই সময় তার চিৎকার শুনে স্ত্রী মিলি আক্তার (৩০) এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেসহ ৭ বছরের শিশু বাচ্চার উপরও হামলা করে। এতে তারা গুরুতর আহত হয়।
গুরতর অহত অবস্থায় স্থানীয়রা আবু জাকের কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী মা শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অাশংকাজন দেখে চমেক প্রেরণ করেন। অন্যন্য অাহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ব্যবসায়ী আবু জাকের প্রতিবেদককে বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় উৎপেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে প্রথমে আমার উপর ও পরে আমার পরিবারের উপর অতর্কিত হামলা করে। তারা বাড়িতে প্রবেশ করে চারটি মূল্যবান মোবাইল ফোন সহ নগদ ১ লক্ষ পরিমাণ টাকা লুটপাট করে পালিয়ে যায়। তিনি ঘটনার সাথে জড়িতদের বিরোদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।’
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মু. রেজাউল করিম মজুমদার ঘটনার বিষয়ে অবগত হয়েছেন বলে জানান। তবে, ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান তিনি।’
স্থানীদের সাথে কথা বলে জানা যায়, ‘বেশ কয়েকদিন ধরে এলাকায় চোরের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে বনাপুকুর পাড়ে বৃদ্ধি পেয়েছে বখাটেদের উৎপাত। রাত ঘনিয়ে এলেই বেড়ে যায় তাদের আনাগোনা। বিভিন্ন নেশাজাত দ্রব্য পান করে এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছে বখাটে শ্রেণীর লোকজন। এহেন অবস্থায় তারা প্রশাসনের সঠিক নজরদারী সহ বিহীত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।