1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিশ্বের দুর্ধর্ষ গোয়েন্দাবৃত্তির ইতিহাস- (পর্ব-এক) - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার

বিশ্বের দুর্ধর্ষ গোয়েন্দাবৃত্তির ইতিহাস- (পর্ব-এক)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ১৮৭ বার

এম. এইচ সোহেল ঃ
ভারতীয় গোয়েন্দা সংস্থা (RAW) এর সদস্য রবীন্দ্র কৌশিক পাকিস্তান সেনাবাহিনীর মেজর পদে পযন্ত চলে গিয়েছিলেন। দুঃসাহসিক রবীন্দ্র কৌশিক ছিলেন দক্ষ থিয়েটার অভিনেতা ও চৌকস তরুণ । রবীন্দ্র কৌশিক ১৯৫২ সালে ১১ এপ্রিল রাজস্থান জন্মগ্রহণ করেন। ছোটকাল থেকে আগ্রহ ছিল অভিনয়র প্রতি, প্রচন্ড মেধাবী রবীন্দ্র ছিলেন সুঠাম ও আকষনীয়। ৭০’র দশকে উত্তর প্রদেশে অনুষ্ঠিত জাতীয় নাট্যউৎসব প্রতিযোগিতায় চীনের গুপ্তচরবৃত্তির প্রস্তাব ভারতীয় সেনাবাহিনীর হয়ে ফিরিয়ে দেওয়া কাহিনি অভিনয় করে দর্শকের মন কাড়েন। সে মঞ্চে অভিনয় দেখেছিলেন (RAW) এর তিন সদস্য এবং তারা রবীন্দ্র কৌশিক কে প্রস্তাব দেন, তোমাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা Research Analysis Wing (RAW) এর প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে শত্রুর দেশ পাকিস্তানে। মৃত্যুর ভয় থাকলেও, কিন্তু দেশের জন্য গৌরবের বিষয়,জীবনের ঝুঁকি নিয়ে এই কঠিন মিশনে রাজি হয়ে যায় রবীন্দ্র কৌশিক।তার পরিবার কে কোন কিছু জানানি শুধু বলেছিল মা’ কে দেশের সেবা করছি। দিল্লিতে (RAW) এর সদর দপ্তরে রবীন্দ্র কৌশিক কে দেওয়া হয় দুই বছর গোয়েন্দাগিরির হাতে কলামে সব প্রশিক্ষণ। তাকে ভালোভাবে শিখানো হলো চলিত উর্দু,পাক ভৌগোলিক,কালচার,রাজনৈতিক ও সামরিক বিষয়ক দেওয়া হলো পর্যাপ্ত ধারণা।পাকিস্তান সেনাবাহিনীতে পাঞ্জাব সেনাদের অাধিপত্য বেশি,পাক সেনাবাহিনীতে পাঞ্জাব ভাষা ব্যবহার একটু বেশি,রবীন্দ্র কৌশিক যেহেতু জন্মগ্রহণ করেন রাজস্থান-পাঞ্জাব সীমান্তে,পাঞ্জাব ভাষা তার আগ থেকেই দখলে ছিল। তাকে যেহেতু মুসলিম পরিচয় পাকিস্তানে পাঠাতে হবে, রবীন্দ্র কে দেওয়া হলো ইসলাম সর্ম্পকে বিশদ ধারণা, শিখানো হলো কুরআন পাঠ এবং কি করা হলো খতনা। নবী আহমেদ শাকির নাম ধারন করে ১৯৭৫ সালে ২৩ বছর বয়সে দুবাই হয়ে (RAW) এর তৈরি জাল জন্মসনদ নিয়ে প্রবেশ করেন পাকিস্তানে। ভর্তি হোন করাচি বিশ্ববিদ্যালয় আইন বিভাগে,পাশ করার পর ১৯৭৯ সালে পাকিস্তান সেনা নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে,পাক সেনাবাহিনীতে যোগ দেন রবীন্দ্র কৌশিক । আমানত নামে এক মেয়ে সেনাকর্মকর্তার সাথে প্রেমে পড়ে বিয়ে করেন,তার একটি কন্যা সন্তান জন্ম লাভ করেন । ১৯৮৩ সাথে চৌকস সেনা রবীন্দ্র কে মেজর পদ মর্যদা দেওয়া হয়। ইতোমধ্যে পাক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সব তথ্য পাঠিয়ে দেন (RAW) এর কাছে। ১৯৮৩ সালে সেপ্টেম্বরে রবীন্দ্রদের কোপালে নেমে আসে দুঃভাগ্য,ভারত থেকে এনায়েত মসিসহ নাসে আরেক জন চর কে পাঠানো হয় রবীন্দ্র কৌশিকের সাথে যোগাযোগ সহ কিছু পরিকল্পনার জন্য, পাক গোয়েন্দা সংস্থা (ISI) এর কাছে ধরা পড়ে যায় এনায়েত মাসিহস। সে রবীন্দ্রের সব কার্যক্রমের কথা বলে দেন (ISI) এর কাছে। গ্রেফতার করা হয় রবীন্দ্র কৌশিক কে চালানো হয় সীমাহীন শারিরীক নির্যাতন। পাকিস্তানের নিম্ন আদালত তাকে মৃত্যুদন্ড দেওয়া হয় পরে পাক সুপ্রিম কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দেন। তার মা ভারত সরকার কে অনেকবার চিঠি লিখেন তার মুক্তির জন্য,কিন্তু সরকার শান্তনা ছাড়া আর কোন ভূমিকা রাখেনি। পাক মিডিয়া খবরটা গুরুত্ব সহকারে প্রকাশ করলেও,ভারত সরকার রবীন্দ্র যে (RAW) বিষটা এড়িয়ে যায়। দীর্ঘ ১৬ বছর কারাভোগের পর ২১ নভেম্বর ২০০১ সালে মুলতান নিউ জেলে হ্নদ ও ফুসফুস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন রবীন্দ্র কৌশিক । তার মৃত্যুর তিনদিন পর তার সস্ত্রী একমাত্র সন্তান নিখোঁজ হয়ে যান। ভারত সরকার কৌশলগত কারনে রবীন্দ্র কৌশিক এর লাশ দেশে নেওয়ার কোন চেষ্টা করেনি এবং সে যে (RAW) এর সদস্য ছিল তাও বারবার অস্বীকার করে আসছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম