মোঃসাইফুল্লাহ : মাগুরায় গতকাল সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে সদরের কান্দা বাঁশকোটা গ্রামের করোনা আক্রান্ত দবির হোসেন (৬৫) নামে এক কৃষক ও সকালে মাগুরা আর্দশ পাড়ার র্মৌসুমি নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুবরণকারী কৃষক বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকালে মাগুরার আর্দশ পাড়া এলাকার আবু তাহেরের আন্তঃসত্ত্ব কন্যা মৌসুমি আক্তার(২৬) নামে একনারী সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরন করেন। মৌসুমি আক্তারের স্বামী মোঃ মাহাবুবুর বাড়ি নোয়াখালীর বেগমগন্জে বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো মোট ৬জন।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এই নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধিন অবস্থা মারা গেলেন। জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ্য হয়ে উঠেছেন। অন্যদিকে গত কয়েক দিন করোনার কোনো রিপোর্ট মাগুরায় না আসা প্রসংগে তিনি জানান- খুলনায় বেশীচাপ থাকায় আমরা এখন ঢাকার আগারগাঁওয়ে নমুনা সংগ্রহ করে প্রেরণ করছি, যার কারনে রিপোর্ট পেতে আমাদের বিলম্ব হচ্ছে।