মোঃসাইফুল্লাহঃ সেনাবাহিনীর উদ্ভাবন কৃত করোনা ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধক ইউভি পিউরিফিকেশন বক্স মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করেছে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রহমানের কাছে এ পিউরিফায়ার বক্সটি হস্তান্তর করেন।
এ সময় লেঃ কর্ণেল আতিফ সিদ্দিকী জানান, বাংলাদেশে এই প্রথম যশোর সেনানিবাসের ২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির কয়েকজন কর্মকর্তা মিলে এই পিউরিফায়ার বক্সটি তৈরি করি। যে বক্সটি করোনা ভাইরাস নিমূলে সক্ষম। বাজার কিংবা যে কোন বস্তু এই বক্সটির ভিতরে দিয়ে ৫মিনিট রাখলেই সেটি থেকে ভাইরাস এবং ব্যাকটেরিয়া নির্মূল হবে। পিউরিফায়ার বক্সটি তৈরিতে লেগেছে ইউভি লাইট, গ্লাস, ফয়েল পেপার, সার্কিট ব্রেকার, পাওয়ার সুইচ, ইনডিকেটর, তার, চাকা ও হাতল। এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ত্রিশ হাজার টাকা।