1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবহিতৈষী আব্দুল আজীজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাটি ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের টিসিবি কার্ডে দিনমজুর হিসেবে চাকরিজীবীর নাম ! ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার ! মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জাতীয় নাগরিক কমিটি চকরিয়ায় মতবিনিময়কালে সুজা উদ্দিন : ঠাকুরগাঁওয়ে ইউএনওর নির্দেশে হাটে অতিরিক্ত টোল আদায় ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের সমাবেশে বক্তব্য বলেন– দেশের কল্যাণ কিভাবে নিয়ে আসা হবে, তার কাজ করে যেতে হবে- মির্জা ফখরুল মাগুরায় তারুণ্যের উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামায়াতে ইসলামী তিতাস উপজেলা শাখা কার্যালয় উদ্বোধন নকলা সরকারি হাজী জালমামুদ কলেজের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা

মানবহিতৈষী আব্দুল আজীজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৭০০ বার

♦”পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়,
আল্লাহ তায়ালার পক্ষ থেকে যায় পাওয়া তার বিনিময়।”
পৃথিবীতে এমন মানুষের সংখ্যা বেশি নয়, যারা কল্যাণমুখী চিন্তার লালন করে মানব কল্যাণে কাজ করে যান। এমন একজন মানবহিতৈষী মানুষ হচ্ছেন প্রয়াত আলহাজ্ব আব্দুল আজীজ মজুমদার। জন্ম কবে ঠিক জানি না।
বলা হয় যে, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে সবাই চলে যাব। কিন্তু থেকে যাবে আমাদের কর্মময় জীবন …

বলছিলাম প্রয়াত আব্দুল আজীজের কথা। যিনি মরেও অমর হয়ে আছেন তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে। যিনি জীবনভর মানবহিতৈষী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন। মরকটা ও পিপড্ডার মাঝামাঝি যে স্রোতস্বিনী প্রবাহিত, সেই ডাকাতিয়ার বুক দিয়ে চলাচলের জন্য ১৯৮৬/৮৭ সালে স্থানীয় মরকটা বাসীর উদ্যোগে ঢাকা গাজীপুর থেকে পিলার এনে বাঁশ দিয়ে একটি ব্রীজ স্থাপন করেন। পরের সংস্কারে টিন দিয়ে করা হয়। পরবর্তীতে মরকটা নিবাসী আব্দুল আজীজ সাহেব বদান্যতায় অগ্রণী ভূমিকা পালন করেন। যিনি ব্যক্তিগত খরচে ব্রিজটি লোহার এঙ্গেল দিয়ে পিলার উঠিয়ে পারাপারের অনেকটা স্থায়ী ব্যবস্থা করে যান। প্রতিদিন শত শত মানুষজন এ ব্রিজ দিয়ে যাতায়াত করেন। বহু দর্শনার্থী এখানে এসে ক্লান্তি জুড়ায় ….

দর্শনার্থী হিসেবে আমাদেরও সেখানে গিয়ে অনেকটা উৎসুক হয়ে প্রয়াত আব্দুল আজীজ মজুমদার সম্পর্কে জানার কৌতুহল জাগে। খোঁজ খবর নিয়ে জানতে পারি যে, বাড়ির সামনে তিনি প্রতিষ্ঠিত করেছেন এতিমখানা মাদ্রাসা।
মরকটা আলিম মাদ্রাসার ভবন নির্মাণেও তাঁর অবদান অনস্বীকার্য। যিনি দীর্ঘ সময় মরকটা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিলেন।তিনি চলে গেলেন স্মৃতি রেখে গেলেন। আমার মতো অনেক দর্শনার্থী হয়তো মনের তৃষ্ণা নিবারণের জন্য প্রতিদিন এই ব্রীজে গিয়ে থাকেন কিন্তু আমরা কয়জনই বা প্রতিষ্ঠাতাদের স্মরণ করি?
এ যেন এমন অভিব্যক্তির মতোই…
স্রষ্টা সবসময়ই উপেক্ষিত, সৃষ্টিকে নিয়ে সবাই পাগল।

আত্মসুখ বা আত্মভোগে কোনো মহত্ত্ব নেই। মানবকল্যাণেই প্রকৃত সুখ। আর এই মানবকল্যাণ শুধু অন্যের জন্যই নয়, বরং এই মানবকল্যাণের মাধ্যমে নিজেরও কল্যাণ সাধিত হয়। হাদিস শরিফে এসেছে, অবশ্যই দান-সদকা মানুষের হায়াত বৃদ্ধি করে। অপমৃত্যু থেকে বাঁচায়। মানুষের কাছ থেকে অহংকার ও অহমিকা দূর করে দেয়। (মুজামুল কাবীর : ১৩৫০৮)

তাই আসুন আমরা সবাই মানুষের কল্যাণে কাজ করি। মানুষের বিপদে পাশে দাঁড়াই। পরের প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করি। কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, আপনারে লয়ে বিব্রত রহিতে,
আসে নাই কেহ আবনী পরে।
সকলের তরে সকলে আমরা,
প্রত্যেকে আমরা পরের তরে।

আফজাল হোসাইন মিয়াজী
(শিক্ষক,লেখক ও সাংবাদিক)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম