মো. ইসমাইল হোসেন,মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি: কারিতাস প্রমোশন এগ্রো-ইকোলজি প্রকল্পের (সিএইচটি) আওতায় মানিকছড়ি উপজেলার বিভিন্ন পাড়া থেকে আগত ৭০ জন উন্নয়ন সহযোগী কৃষকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ২ হাজার ৫৬ টি বিভিন্ন ধরণের ফলদ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল কারিতাস প্রমোশন এগ্রো-ইকোলজি অফিস সংলগ্ন উক্ত চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হাসান মজুমদার। এছাড়াও পেপ সিএইচটি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমাসহ বিভিন্ন পাড়া থেকে আগত বাগানের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল হাসান মজুমদার বলেন, মিশ্র প্রজাতির বাগানে ভালো ভাবে যত্ন নিলে অর্থনৈতিক ভাবে লাভবান হওয়া সম্ভব। তাই সকললে চারা লাগানোর আহ্বান জানিয়ে এবং এ রকম একটি বৃক্ষ রোপনের কর্মসূচী গ্রহন করায় কারিতাস পেপ সিএইচটি প্রকল্প মানিকছড়িকে ধন্যবাদ জানান।
পেপ সিএইচটি প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. সোলায়মান বলেন, জনসংখ্যা বৃদ্ধি এবং জনগনের বহুবিদ চাহিদা পূরণ করতে গিয়ে বন ও বৃক্ষ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফলে পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মহামারী আকারে ধারণ করছে এবং পরিবেশ দুষিত হচ্ছে। এমতাবস্থায় কারিতাস পেপ সিএইচটি প্রকল্প বৃক্ষরোপনের উপর জোর দিয়েছে।
এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে কারিতাস বাংলাদেশ বেশ কিছু কর্মসূচী বাস্তবায়নের পরিকল্পনা গ্রহন করেছে। তার মধ্যে বৃক্ষরোপন অন্যতম। তাই সবাইকে মিশ্র ফলজ বাগান করে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকরা ও নিজের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বেশি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান তিনি।