মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- মানিকছড়ি উপজেলার বিভিন্ন বাজারে মাস্কবিহীন চলাচল, নির্ধারিত সময়ের পরও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে ১৯টি মামলায় ২৩ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সন্ধা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মানিকছড়ি, তিনটহরী ও মহামুনি বাজারে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মানিকড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।
মানিকড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ জানান, সন্ধা ৭টার পর সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা থাকলে কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা ঠিকই দোকানপাট খোলা রেখেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে বাহিরে বের হতে মাস্ক বাধ্যতামূলক করা হলেও অনেকেই তা অমান্য করে অযথা বাইরে ঘুরে বেরান। ফলে ১৯টি মামলায় ২৩ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।