শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলা সদরের ফকির হাট বাজারের তাহের প্লাজা মার্কেটের ব্যবসায়ীদের দু’মাসের দোকান ভাড়া মওকুফ করেছেন মার্কেটের মালিক হাজী আবু তাহের।করোনা মহামারির পরিস্থিতির কারণে গত এপ্রিল ও মে দু’মাস দোকানপাট বন্ধ ছিলো।ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ব্যবসায়ীরা তাদের দোকানে ক্রয়-বিক্রয় করতে পারেনি।একারণে তাহের প্লাজা মাকের্টের মালিক চিকদাইর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের হাজী চাঁন মিয়া সারাংয়ের বাড়ীর হাজী আবু তাহের তার মাকের্টে যেসব ব্যবসায়ী রয়েছে তাঁদেরকে দু”মাসের দোকান ভাড়া মওকুফ করে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।তাহের প্লাজার মালিকের পুত্র জসিম উদ্দিন বলেন, গত এপ্রিল ও মে দু’মাসের দোকান ভাড়া আমার পিতা হাজী আবু তাহের মওকুফ করে দিয়েছেন। ব্যবসায়ীরা বলেন,গত এপ্রিল ও মে দু’মাসের দোকান ভাড়া মওকুফ করে দিয়েছে।এর জন্য উনাকে অসংখ্য ধন্যবাদ।