শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের সদস্যরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।আটককৃত দুই ব্যক্তির নাম রিদোয়ান আবেদীন জুয়েল (৩০) ও মো. সুফিয়ান (২৬)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার,একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তাঁরা দু’জন পেশাদার অস্ত্র ব্যবসায়ী বলে জানা গেছে।দীর্ঘদিন ধরে তাঁরা সন্ত্রাসীদের কাছে অস্ত্র বিক্রি করে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মো.মাহমুদুল হাসান মামুন সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে রাউজান উপজেলার গহিরা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাঁদেরকে আটক করা হয়েছে।এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে রাউজান থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।জানা যায়, আটক রিদোয়ান আবেদীন জুয়েল গহিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দলই নগর গ্রামের লাল মো. তালুকদার বাড়ির মো. নুরুল আবছারের পুত্র।তিনি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে সিকিউরিটি হিসাবে চাকুরী করতেন। তিনি ফেব্রুয়ারীর মাসে বাড়িতে এস সৌদি আরব যাওয়ার চেষ্টায় ছিলেন।তার সাথে আটক বন্ধু সুফিয়ান একই এলাকার খাজা মঞ্জিলের মাওলানা মুফতি ইব্রাহিম হানিফীর পুত্র।