প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী দরিদ্রদের আর্থিক সহায়তা দিয়েছে এওয়াক। নোবেল করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া প্রতিবন্ধী ও দরিদ্রদের মাঝে জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় সিডিডি ও সিবিএম এর সহযোগিতায় এবং এওয়াকের বাস্তবায়নে এই আর্থিক অনুদান দেওয়া হয়। আর্থিক অনুদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে স্বনির্ভর রাঙ্গুনিয়ায় ৪৮ জন এবং মরিয়মনগর ইউনিয়নে ৫৩ জনসহ মোট ১০১ জনকে বিকাশের মাধ্যমে প্রত্যেকের মোবাইলে আড়াই হাজার টাকা করে মোট ২ লাখ ৫২ হাজার ৫’শ টাকা দেওয়া হয়েছে।
এরআগেও চলতি বছরের গত মে মাসে প্রথম ধাপে স্বনির্ভর রাঙ্গুনিয়ায় ৩৪ জন এবং মরিয়মনগরে ৪১ জনসহ মোট ৭৫ জন প্রতিবন্ধীকে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫’শ টাকা করে মোট ৩ লাখ ৩৭ হাজার ৫’শ টাকা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মো. নুর উল্লাহ, এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী, আইজিএ প্রোগ্রামের ম্যানেজার সনজিৎ কুমার দাস, এওয়াকের সহ সমন্বয়কারী সমীর বড়ুয়া, সিবিআইডি প্রোগ্রাম অফিসার জিয়াউর রহমান, নির্বানীতোষ সাহা ভাস্কর প্রমুখ।