1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীতেই বেশি! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন ফসলি জমির মাটি কাটা বন্ধে সিরাজদিখান  উপজেলা প্রশাসনের অভিযান  ঠাকুরগাঁওয়ে বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ মামলায় বাদ যায়নি স্কুলছাত্র সহ মৃত ব্যক্তি , এই নিয়ে আলোচনা – সমালোচনার ঝড় উঠেছে !

রাজধানীতেই বেশি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৫১৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

এটা খুবই উদ্বেগজনক যে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। বাড়ছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। আরও উদ্বেগের বিষয় যে বিভাগওয়ারি ঢাকাতে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ অবস্থায় শঙ্কা বাড়ছে রাজধানীতে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। সর্বশেষ গতকাল শুক্রবার পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে মোট দুই হাজার ২৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৭৯৯ জন (৭৯ দশমিক ০১ শতাংশ) এবং নারী ৪৭৬ জন (২০ দশমিক ৯২ শতাংশ)।

বিভাগওয়ারি মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে ৫০ দশমিক ১১ শতাংশ, চট্টগ্রামে ২৬ দশমিক ৪৬ শতাংশ, রাজশাহীতে পাঁচ দশমিক ০১ শতাংশ, খুলনায় চার দশমিক ৯২ শতাংশ, বরিশালে তিন দশমিক ৬০ শতাংশ, সিলেটে চার দশমিক ৩৫ শতাংশ, রংপুরে তিন দশমিক ১২ শতাংশ ও ময়মনসিংহ বিভাগে দুই দশমিক ৪২ শতাংশের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও দুই হাজার ৯৪৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৮৬ হাজার ৪০৬ জনে।

করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ২৪ লাখ প্রায়। মৃতের সংখ্যা পাঁচ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। তবে সোয়া ৭২ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ দেশের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা ঢাকায় বাস করেন। প্রশাসনিক কেন্দ্রস্থল সচিবালয়ও এখানে অবস্থিত। অথচ দেখা যাচ্ছে ঢাকাতেই করোনারোগীর সংখ্যা বেশি। মারাও যাচ্ছে বেশি। জনসংখ্যা বেশি, পরীক্ষাও হয় বেশি- অধিক মৃত্যু এবং শনাক্তের ক্ষেত্রে এটা একটা যুক্তি হতে পারে। কিন্তু রাজধানীতে বসবাসকারীরা তো সচেতন। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। বাস্তবে সেটি হচ্ছে না।

বলা যায়, দেশের মধ্যে রাজধানীই সবচেয়ে অরক্ষিত। ঢাকা থেকে দেশের নানা প্রান্তে লোকজন চলাচলের কারণে রোগ ছড়িয়ে পড়ছে সারাদেশে। এ অবস্থায় সবার আগে রাজধানীকে সুরক্ষিত রাখতে হবে। বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে বসছে পশুর হাট। এতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে। এসব বিবেচনায় পরিস্থিতি যেন নাজুক হতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

লেখকঃ বিশেষ প্রতিবেদক শ্যামল বাংলা ডট নেট -| সাবেক কাউন্সিলরঃ বিএফইউজে-বাংলাদেশ ও সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে,)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম