নিজস্ব প্রতিবেদকঃ বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব। গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করাসহ বিভিন্ন অপরাধের দায়ে রাজধানীর রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে র্যাবের করা মামলা ১৭ জন আসামির মধ্যে এমডি মাসুদ পারভেজসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানায় দায়ের করা এ মামলার প্রধান আসামী মোঃ শাহেদ ওরফে সাহেদ করিম এখনো পলাতক রয়েছে।র্যাব জানিয়েছে, মামলার প্রধান আসামী রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান পলাতক শাহেদকে ধরতে এরই মধ্যে র্যাবের একাধিক টিম মাঠে নেমেছে। আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সংস্থাও কাজ করছে। ইতিমধ্যে তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
নানা অনিয়ম, প্রতারণা, সরকারের সঙ্গে চুক্তি ভঙ্গ ও করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগ উঠে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে। এসব অভিযোগে হাসপাতালটির প্রধান কার্যালয়, উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।